ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আ. ছালাম দুলালকে (৬২) রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ (ময়মনসিংহ) ও র্যাব-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ অভিযানে শনিবার (২৫ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকার খিলক্ষেত থানাধীন সামসুল হক মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় খড়ি সংগ্রহ করতে গেলে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি আ. ছালাম দুলাল। ঘটনার পর ৮ মে ভিকটিমের ভাই ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিকে ধরতে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৪। এরপর র্যাব-১ এর সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৪ (ময়মনসিংহ) ও র্যাব-১ (উত্তরা, ঢাকা)-এর যৌথ অভিযানে শনিবার (২৫ মে) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকার খিলক্ষেত থানাধীন সামসুল হক মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। পরে তাকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন র্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকায় খড়ি সংগ্রহ করতে গেলে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আসামি আ. ছালাম দুলাল। ঘটনার পর ৮ মে ভিকটিমের ভাই ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিকে ধরতে ছায়াতদন্ত শুরু করে র্যাব-১৪। এরপর র্যাব-১ এর সহযোগিতায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব জানিয়েছে, অভিযুক্ত দুলালকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন ডেস্ক