ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে গৃহকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ, বিপাকে বাংলাদেশী বিধবা পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু ৭২ বছর বয়সে অস্ত্রোপচার ছাড়াই হাঁটুর ব্যথা সেরেছে চিকিৎসক দেবী শেট্টির, কী ভাবে সম্ভব হল? পাকিস্তানে তাঁর গানে কুরুচিকর শব্দ বসিয়ে বাজানো হচ্ছে বলে অভিযোগ! ‘আট ঘণ্টা হলেই সেট থেকে বেরিয়ে যান অক্ষয়’, দীপিকার বিতর্কে এ বার বিস্ফোরক দাবি ‘খিলাড়ি’কে নিয়ে ভারত-আফগানিস্তানের যৌথ বিবৃতিতে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গে আপত্তি পাকিস্তানের সাতক্ষীরা তালায় ‎একাধিক বিয়ে করে প্রতারণা! আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের অপকর্মের দ্রুত অবসান ঘটুক ও বিচার চাই তার স্ত্রী বিসিবি এবার রাজশাহীতে বিপিএল আয়োজন করবে রাবি ছাত্রলীগকর্মী হত্যা মামলায় জামায়াত-শিবিরের সব আসামি খালাস বগুড়ায় ওটিপি প্রতারণায় ২৭ লাখ টাকা আত্মসাৎ, মূলহোতা গ্রেফতার বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন ছেলে ধর্ষণে প্রেমিকার মৃত্যু, আটক ২ রাঙামাটি জেলার বগাছড়িতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদসহ ইউপিডিএফ পোস্ট কমান্ডার ও সহযোগী আটক বিয়ে বাড়িতে চেতনানাশক ছিটিয়ে চুরি সীমান্তে হঠাৎ বিস্ফোরণ, বিজিবি সদস্য আহত রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় ৬ দফা দাবি রাণীনগরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু নামাজের নিষিদ্ধ ৩ সময় পাকিস্তান সীমান্তে ট্যাংক-অস্ত্র নিচ্ছে আফগানিস্তান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০২:৪২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০২:৪২:৪৪ অপরাহ্ন
দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন দেশে শাওমির রেডমি ১৫ উন্মোচন
এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশে নিয়ে এলো ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। ‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের এ স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পার্ফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। 

শাওমির রেডমি ১৫ স্মার্টফোনে থাকা ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের আকর্ষণীয় ব্যাটারি দেশীয় স্মার্টফোন বাজারে সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারির মধ্যে অন্যতম। ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধার এই স্মার্টফোনটি একবার ফুল চার্জ দিয়ে টানা দুইদিন পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ারব্যাংক হিসেবে কাজ করবে, যা দিয়ে অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। ফলে দূরযাত্রায় ট্র্যাভেলপ্রেমীদের উপযুক্ত সঙ্গী হতে পারে ডিভাইসটি।

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি বাড়িয়ে তুলে নিত্যদিনের ব্যবহারে গ্রাহককে দেবে আরও স্মুথ ও ফাস্ট পারফরম্যান্স। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়। 

ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর বিশাল সাইজের ডিসপ্লে ও দুর্দান্ত রিফ্রেশ রেট। যেকোনো ভিডিও কনটেন্ট দেখা থেকে শুরু করে অন্যান্য কনটেন্ট ও এন্ড্রয়েড গেম অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে উপভোগ করতে স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সাথে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা  শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া ডিভাইসটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ফলে সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি। 

স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমেও গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা। 

গ্রাহকের প্রাইভেসির কথা চিন্তা করে ডিভাইসটিতে দেওয়া হয়েছে এআই ফেস লক ও সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফলে সুরক্ষিতভাবে দ্রুততম সময়ে সহজেই ফোনটি আনলক করতে পারবেন গ্রাহক। এছাড়া ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, যা স্মার্টফোনটিকে পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে দেবে বাড়তি সুরক্ষা। ফলে হালকা বৃষ্টি বা যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী। 

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, “আমরা রেডমি ১৫ লঞ্চ করেছি, বৃহৎ ৭০০০ মিলি অ্যাম্পিয়ারের লং-লাস্টিং ব্যাটারি এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসরের একটি অসাধারণ সমন্বয়ে। আমরা বিশ্বাস করি, এই স্মার্টফোন হবে তাদের নির্ভরযোগ্য সঙ্গী যারা চান নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা এবং এক চার্জেই দীর্ঘস্থায়ী পারফরম্যান্স” ।

কোয়াড কার্ভড ডিজাইনের হওয়ায় ডিভাইসটি দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি দারুণ হ্যান্ডি। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাক- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। 

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭,৯৯৯ টাকা ও ২০,৯৯৯ টাকা। 

শাওমি সম্পর্কে: শাওমি কর্পোরেশন (Xiaomi) ২০১০ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৮ এ হংকং স্টক এক্সচেঞ্জের প্রধান বোর্ডে তালিকাভুক্ত হয়। শাওমি হল একটি কনজিউমার ইলেকট্রনিক্স এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। শাওমি ১৭ জুলাই ২০১৮ সালে বাংলাদেশের নিজেদের অফিশিয়াল কার্যক্রম শুরু করে এবং বর্তমানে শাওমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

পুঠিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু