গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত ওই প্রেমিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।
আটককৃত যুবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের তিন বছরের প্রেম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা দুজন চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে যান। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে ওই তরুণীকে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সঙ্গে জড়িত ওই প্রেমিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা রাজশাহীর বাগমারা থানার সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর থানার নিমাইচুরা গ্রামের শাহ আলমে আতিকুর রহমান (২৩)।
আটককৃত যুবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোহন ও ভিকটিম দুজনেই আশুলিয়ায় থাকতেন। তাদের তিন বছরের প্রেম। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তারা দুজন চন্দ্রার মান্নান প্লাজায় আবাসিক হোটেলে যান। এরপর একাধিকবার শারীরিক সম্পর্কের ফলে মেয়েটির অতিরিক্ত রক্তক্ষরণ হয়।