তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে কটাক্ষের শিকার হলেন আন্নু কাপূর। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। শুধুই সৌন্দর্য নয়, তাঁর নাচেও মুগ্ধ দর্শক। কিন্তু এর মধ্যেই তামান্নাকে নিয়ে আন্নুর মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়।
সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন আন্নু। সেখানে তাঁকে তামান্নাকে নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে তাঁর পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই আন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।
গত বছর তামান্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তমন্নাকে খোঁচা দিয়েছেন আন্নু। তাঁর কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।”
এখানেই শেষ নয়। আন্নু বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”
আন্নুর এই মন্তব্যে হতবাক নেটাগরিক। তাঁদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন আন্নু। একজন লিখেছেন, “আন্নুজি আপনার থেকে এমন খারাপ মন্তব্য আশা করিনি।” তামান্না যদিও এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি।
সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত ছিলেন আন্নু। সেখানে তাঁকে তামান্নাকে নিয়ে প্রশ্ন করা হয়। বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।” তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে তাঁর পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই আন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।
গত বছর তামান্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে। এই মন্তব্য নিয়েও তমন্নাকে খোঁচা দিয়েছেন আন্নু। তাঁর কথায়, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।”
এখানেই শেষ নয়। আন্নু বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”
আন্নুর এই মন্তব্যে হতবাক নেটাগরিক। তাঁদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন আন্নু। একজন লিখেছেন, “আন্নুজি আপনার থেকে এমন খারাপ মন্তব্য আশা করিনি।” তামান্না যদিও এই মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি।