জয়পুরহাটের ক্ষেতলালে মাদ্রাসার ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণের মামলায় জয় আহম্মেদ (২৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর একটি ধারায় তাকে আরও ১৪ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডিত জয় আহম্মেদ জেলার ক্ষেতলাল উপজেলার ইকড়গারা উত্তরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ ডিসেম্বর দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলার একটি মহিলা মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থীকে জোরপূর্বক অপহরণ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা করেন।
মামলাটির তদন্তের পর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্র পক্ষের কৌসুলী অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।