জামায়াত ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়কে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ও শাহবাগ বিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে বামপন্থী শিক্ষার্থীরা গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে মশাল মিছিল বের করে। অপরদিকে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। একপর্যায়ে দুই পক্ষ একে অপরের দিকে ইট ও চেয়ার ছুড়তে থাকে।
এদিকে এ ঘটনায় বামপন্থী ও শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বামপন্থী শিক্ষার্থীদের দাবি, শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের তাদের ওপর হামলা করেছে। অপরদিকে, শাহবাগ বিরোধী ঐক্যের শিক্ষার্থীদের দাবি, বামপন্থী শিক্ষার্থীরা তাদের মিছিলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিএয়ছে, দুইপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
                           মঙ্গলবার (২৭ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে বামপন্থী শিক্ষার্থীরা গণতান্ত্রিক ছাত্রজোটের ব্যানারে মশাল মিছিল বের করে। অপরদিকে শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। একপর্যায়ে দুই পক্ষ একে অপরের দিকে ইট ও চেয়ার ছুড়তে থাকে।
এদিকে এ ঘটনায় বামপন্থী ও শাহবাগ বিরোধী শিক্ষার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছে। বামপন্থী শিক্ষার্থীদের দাবি, শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ইসলামী ছাত্রশিবিরের তাদের ওপর হামলা করেছে। অপরদিকে, শাহবাগ বিরোধী ঐক্যের শিক্ষার্থীদের দাবি, বামপন্থী শিক্ষার্থীরা তাদের মিছিলে অতর্কিতভাবে হামলা চালিয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিএয়ছে, দুইপক্ষের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
 
  এম শামীম
 এম শামীম  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                