ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-১০-২০২৫ ০৮:০৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৫ ০৮:০৪:১৫ অপরাহ্ন
রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার রাজশাহীতে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতাসহ ৩জন গ্রেফতার
রাজশাহীতে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল চুরিতে সাথে জড়িত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 

শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- চোর চক্রের মূল পরিকল্পনাকারী ও হোতা মোঃ ওয়াফিউল ইসলাম ওরফে রাতুল (২৬), মোঃ রায়হান সুইট (২৫) এবং মোঃ মিজানুর রহমান (৩০)। তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, সম্প্রতি এক ভুক্তভোগী তার ২৫০ সিসির একটি জিক্সার মোটরসাইকেল বিক্রির জন্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে প্রধান আসামি রাতুল একটি ভুয়া ফেসবুক আইডি ও মোবাইল নম্বর থেকে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করে।

কথাবার্তা অনুযায়ী, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে রাতুল ভুক্তভোগীকে মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ তাহেরনগর এলাকায় আসতে বলে। সেখানে মোটরসাইকেলটির গতি পরীক্ষা করার কথা বলে রাতুল বাইকটি নিয়ে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-৫ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূলহোতা রাতুলসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে কাজ করে আসছে। তারা রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে গাড়ি চুরি করে আসছিল। অনলাইন ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে তারা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চুরি করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে এবং এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ