রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি হয়েছে।
শনিবার (১৮ আক্টোবর) বিকাল ৫ টায় অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। এরপর সকল শিশুকে উপহার দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়। 
এর আগে শুক্রবার সকালে শুভ উদ্বোধন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন ড. কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, পরিচালক,  বরেন্দ্র গবেষণা জাদুঘর। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. শরিফুল ইসলাম, পরিচালক, আই.ই.বি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ড. মোঃ মোয়াজ্জেম হোসেন, অধ্যক্ষ, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ, এবং এনামুল হক, সভাপতি, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ড. প্রকৌঃ মোঃ জাকির হোসেন খান।
অনুষ্ঠানে বক্তারা মূদ্রা ও ডাকটিকিট সংগ্রহের গুরুত্ব তুলে ধরেন। দুই দিন ব্যাপী প্রদর্শনীতে মূদ্রা ও ডাকটিকিট প্রদর্শন করেছেন, দেশের বিভিন্ন স্থান থেকে আগত সংগ্রাহকগন।
প্রথম দিনের বিশেষ আকর্ষণ ছিল, নন্দিত জাদুশিল্পী ও শিশু বন্ধু-শাহীন শাহ্ এর জাদু। এছাড়াও সকালে বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দ্বিতীয় দিন শনিবার সকালে মুদ্রা বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হয় এবং দুপুর ১টায়  AI Bangladesh এর আয়োজনে, Magic of Robotics এর আয়োজন করা হয়, যেখানে বাচ্চাদের সতস্ফুর্ত অংশগ্রহণ হয়।
বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত, অরাজনৈতিক, অলাভজনক, পরিবেশ ও সমাজকল্যাণমূলক সংগঠন। সংস্থার অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ কর্মসূচী বাস্তবায়ন ছাড়াও ডাকটিকিট ও মুদ্রা সংক্রান্ত সংগ্রহ-সংরক্ষণকে উৎসাহিত করা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Admin News
         
                   
                       
    নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি
- আপলোড সময় : ১৯-১০-২০২৫ ১২:৫২:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১০-২০২৫ ১২:৫২:৪২ পূর্বাহ্ন
 নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি
                                 নগরীর শালবাগানে দুই দিনব্যাপী মুদ্রা ও ডাকটিকিট প্রদর্শনীর সমাপ্তি 
                     
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                