ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক

  • আপলোড সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৫ ০৬:৪৫:৩০ অপরাহ্ন
রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক রাজশাহী মেডিকেলে গাঁজা সেবনরত যুবক আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগের লিফটের পাশ থেকে গাঁজা সেবনরত অবস্থায় মিঠুন (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে রামেক কর্তৃপক্ষ। 

হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিভিন্ন স্থানে বহিরাগতদের আনাগোনা এবং সন্দেহজনক কার্যকলাপের অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শুক্রবার দুপুরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা জরুরী বিভাগের কাছে লিফটের পাশে মিঠুনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলে।

ঘটনার পর পরই হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদের নির্দেশনায় দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আকরামুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিঠুনকে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে তাকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যপারে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জনগণের চিকিৎসার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। এখানে কোন প্রকার অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। হাসপাতালের পরিবেশ সুন্দর ও সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এই ধরনের ঘটনা প্রতিরোধে কর্তৃপক্ষ সর্বদা সজাগ রয়েছে।

হাসপাতালের মতো একটি জনবহুল এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। তারা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সার্বিক পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে অবিলম্বে হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ