রাজশাহীর চারঘাট উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গৌরশহরপুর কালিমন্দির ঘোষের আম বাগান সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ৩ টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন, এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল নীল টি-শার্ট ও কালো প্যান্ট।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রাথমিক সুরতহালে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ৩ টার দিকে স্থানীয়রা ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে লাশটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে থানায় খবর দেন। পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানের নির্দেশে এসআই বজলুর রহমান, এসআই রাজ্জাক, এসআই সাজ্জাদুল আমিন, এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল নীল টি-শার্ট ও কালো প্যান্ট।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “প্রাথমিক সুরতহালে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।