রাজশাহী বিভাগীয়কমিশনারখোন্দকার আজিমআহমেদ বলেছেন, সব মানুষের জন্য কোননা কোনউপাত্ত দরকার, তবে বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি। সব মানুষের সব তথ্য হয়তো কাজে লাগেনা।
সোমবার (২০ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যানকার্যালয়ের আয়োজনে বিভাগীয়কমিশনারের সম্মেলনকক্ষে বিশ্ব ও জাতীয়পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিভাগীয়কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে উপাত্তের চেয়েউদ্দেশ্য গুরুত্বপূর্ণ হয়। এ প্রসঙ্গে চলমানটিকাদানক্যাম্পেইনেরউদাহরণদিয়ে তিনি বলেন, এ ক্যাম্পেইন উপলক্ষে কতগুলো অ্যাডভোকেসি সভা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেকতজনশিশু এ ক্যাম্পেইন থেকে টিকা পেল। এসময় তিনি যেকোনোকাজেরউদ্দেশ্য অনুধাবন করে সে অনুসারেকাজ করার ওপর গুরুত্বারোপকরেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেনবিভাগীয়পরিসংখ্যানঅফিসেরযুগ্মপরিচালক মো. আব্দুলহালিম এবংমূলপ্রবন্ধ উপস্থাপনকরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়েরপরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুবআলী।
সভায় বক্তাগণ জরিপকালেজনগণকে সঠিক তথ্য প্রদানের অনুরোধজানিয়ে দক্ষ লোকবলদিয়ে তথ্য সংগ্রহেসংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান।
আলোচনা সভায়রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান,স্থানীয় সরকার পরিচালকপারভেজরায়হান, অতিরিক্ত বিভাগীয়কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আরএমপির অতিরিক্ত পুলিশসুপার হেলেনা আক্তারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে বেলুন-ফেস্টুনউড়িয়ে দিবসটি উদ্বোধনকরেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিমআহমেদ।উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটিবিভাগীয়কমিশনারকার্যালয় হতে শুরু হয়ে প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।