ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

৫ আগস্ট মামলার আসামী রাবি উপ-পরিচালক আ’লীগ নেতা কামরুজ্জামান ঘিরে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড়

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:২৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৫:০৩:১৮ অপরাহ্ন
৫ আগস্ট মামলার আসামী রাবি উপ-পরিচালক আ’লীগ নেতা কামরুজ্জামান ঘিরে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড় ৫ আগস্ট মামলার আসামী রাবি উপ-পরিচালক আ’লীগ নেতা কামরুজ্জামান ঘিরে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড়
২০২৬ সালে অনুষ্ঠিতব্য ১৪তম সাউথ এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ তায়কোয়ানডো জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে বিতর্কের ঝড় উঠেছে। দলের অন্যতম কোচ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শরীর চর্চা বিভাগের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান চঞ্চলের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও রাজনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ ওঠায় ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকজন জাতীয় দলের খেলোয়াড় ক্যাম্প থেকে পদত্যাগ করেছেন। ফলে আসন্ন গেমসে বাংলাদেশের সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলেছে।

মোঃ কামরুজ্জামান চঞ্চল, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি একটি হত্যাচেষ্টা মামলায় ৪২ নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযুক্ত।

গত ২ মার্চ ২০২৫ তারিখে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট কামরুজ্জামান ও তার সহযোগীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় মোঃ আমানুল্লাহ আমান (২২) নামের এক ছাত্র গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার জেরে কামরুজ্জামানের বিরুদ্ধে ফ্যাসিবাদী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগ উঠেছে এবং এমন একজন অভিযুক্ত ব্যক্তির জাতীয় দলের কোচের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন খেলোয়াড়রা।

মেধাবী তায়কোয়ানডো খেলোয়াড়রা বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল এরশাদুল হকের কাছে পত্রের মাধ্যমে তাদের উদ্বেগ জানিয়েছেন।

পরিস্থিতি আরও জটিল হয় যখন আন্তর্জাতিক পদকপ্রাপ্ত খেলোয়াড় দিপু চাকমা কোচ কামরুজ্জামানের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এর পরপরই দিপু চাকমাকে ক্যাম্প থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। তবে দিপুর অভিযোগ, তাকে অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে বহিষ্কার করা হয়েছে। দিপু চাকমা ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও এনেছেন এবং বলেছেন অধ্যাপক চঞ্চলের মতো কর্মকর্তাদের পুনর্বহাল করা হয়েছে।

দিপু চাকমার বহিষ্কারের প্রতিবাদে এবং বিতর্কিত কোচের অধীনে প্রশিক্ষণ নিতে অস্বীকৃতি জানিয়ে জাতীয় দলের একাধিক খেলোয়াড় একযোগে পদত্যাগ করেছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো পদত্যাগপত্রে খেলোয়াড়রা উল্লেখ করেছেন, কোচ মোঃ কামরুজ্জামান চঞ্চল ফ্যাসিবাদী আওয়ামী লীগ কর্মকাÐে জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পরে আমরা কোন ফ্যাসিবাদপন্থী, অন্যায় বা রাজনৈতিক প্রভাবিত ব্যাক্তির অধীনে প্রশিক্ষণ গ্রহণ করতে রাজি নই। খেলোয়াড়দের পদত্যাগের পেছনে আরও কিছু কারণের মধ্যে অ্যাডহক কমিটির ছাত্র প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া এবং মোঃ ইলিয়াসকে ইসলামিক সলিডারিটি গেমস থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও রয়েছে বলে জানা গেছে।

ফৌজদারি মামলার আসামি এবং রাজনৈতিকভাবে বিতর্কিত একজন কোচের নিয়োগকে কেন্দ্র করে তায়কোয়ানডো ফেডারেশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে ক্রীড়া মহলে তীব্র সমালোচনা হচ্ছে। খেলোয়াড়দের এই কঠোর অবস্থান ক্রীড়াঙ্গনে ন্যায়বিচার ও পেশাদারিত্বের দাবিকে জোরালো করেছে। তবে একই সাথে ১৪তম সাউথ এশিয়ান গেমসের জন্য জাতীয় দলের প্রস্তুতি একটি বড় ধরনের হোঁচট খেলো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ