ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেফতার ৬ ‘মিথ্যা খবর’ সম্প্রচারের জন্য বিবিসি-র বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মামলা ঠুকলেন ট্রাম্প পাবনা সড়ক দুর্ঘটনায় ডিএসবির ওসি ও এএসআই নিহত নওগাঁ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু বিদ্যালয়ে ২ শিক্ষকের মারামারি : একজনকে বরখাস্ত, অন্যজনকে শোকজ প্রেমিকের সঙ্গে রাতে দেখা করতে এসে ধাওয়া খেয়ে পুকুরে বিপাকে অঙ্কিতা-ভিকি কোটি টাকা কর ফাঁকির অভিযোগ ! নোরা ফাতেহি কণার গানে নাচলেন ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত বিজয় দিবসে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা মানুষের স্বাধীনতা হরণকারী : প্রধান উপদেষ্টা নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা তানোরের কলমা ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক পুঠিয়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন তানোরে মহান বিজয় দিবস উদযাপন সিংড়ার বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহানবীর (সা.) পরে যেভাবে কোরআন সংরক্ষণ করা হয়

  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৪:৪৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৪:৪৭:৪৫ অপরাহ্ন
মহানবীর (সা.) পরে যেভাবে কোরআন সংরক্ষণ করা হয় প্রতিকী ছবি
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পর সাহাবায়ে কিরাম আল্লাহর বাণী কোরআনকে কীভাবে সংরক্ষণ ও একত্র করেছিলেন সে ইতিহাস আজও ইসলামী ঐতিহ্যের গৌরবময় অধ্যায়। কোরআন সংরক্ষণের এই প্রক্রিয়া ছিল একদিকে মানবিক প্রজ্ঞা, অন্যদিকে ঐশী প্রেরণার অনন্য উদাহরণ।

নবীজির সময়ে কোরআন যেভাবে সংরক্ষিত ছিল
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের সময় ওহীর সব অংশই সাহাবিদের কাছে ছিল, কেউ লিখে রেখেছিলেন, আবার কেউ মুখস্থ করেছিলেন। সেই সময় কোরআনের আয়াতগুলো আলাদা আলাদা লেখার উপকরণে সংরক্ষিত ছিল। যেমন, চামড়া, হাড়ের টুকরা বা খেজুর পাতায় লেখা ছিল।

সাহাবিরা শুধু আয়াত নয়, সূরাগুলোর ক্রমও মুখস্থ রেখেছিলেন। অর্থাৎ কোরআন একদিকে লিখিত ছিল, অন্যদিকে মানুষের হৃদয়ে সংরক্ষিত ছিল।

আবু বকর (রা.)-এর উদ্যোগে কোরআন সংকলন
নবীজির ইন্তেকালের কিছুদিন পর খলিফা আবু বকর (রা.)-এর সময়  ইয়ামামার যুদ্ধ সংঘটিত হয়। সে যুদ্ধে বহু হাফেজ সাহাবি শহিদ হন। এতে আশঙ্কা দেখা দেয় যে, যদি লিখিত আকারে কোরআন একত্র না করা হয়, তবে ভবিষ্যতে এর কিছু অংশ হারিয়ে যেতে পারে।

ওমর ইবনুল খাত্তাব (রা.) বিষয়টি আবু বকর (রা.)-এর কাছে উত্থাপন করেন। শুরুতে আবু বকর (রা.) দ্বিধায় ছিলেন যে, নবীজির জীবদ্দশায় যা করা হয়নি, তা করা কি ঠিক হবে? কিন্তু পরে তিনিও উপলব্ধি করেন, এটি কল্যাণকর কাজ।

তিনি নবীজির ওহী লেখক জায়েদ ইবন সাবিত (রা.)-কে দায়িত্ব দেন কোরআনের সব অংশ সংগ্রহ করার জন্য।

কোরআন সংগ্রহের কঠিন ও পবিত্র কাজ
জায়েদ ইবন সাবিত (রা.) পরে বলেন, ‘আল্লাহর কসম, যদি আবু বকর (রা.) আমাকে কোনো পাহাড় সরাতে বলতেন, সেটিও আমার কাছে সহজ লাগত—এই দায়িত্বের তুলনায়।’

তিনি খেজুর পাতার ডাঁটি, চামড়া, কাঁধের হাড়সহ বিভিন্ন উপকরণে লেখা আয়াত এবং হাফেজদের মুখস্থ অংশ মিলিয়ে কোরআনের সব আয়াত সংগ্রহ করেন।

তিনি জানান, সূরা আত-তাওবার শেষের দুই আয়াত তিনি শুধু খুজাইমা ইবনে সাবিত (রা.)-এর কাছেই পান। 

সংগ্রহ শেষে কোরআনের এই লিখিত পাণ্ডুলিপি ‘সুহুফ’ নামে পরিচিত হয়। এটি প্রথমে আবু বকর (রা.)-এর কাছে থাকে, তার ইন্তেকালের পর ওমর (রা.)-এর হাতে যায়। এবং পরে ওমর (রা.)-এর কন্যা হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত হয়।

‘সুহুফ’ থেকে ‘মুসহাফ’
আরবি শব্দ ‘সুহুফ’ (একবচন : সাহিফা) অর্থ আলাদা আলাদা পাতায় লেখা অংশ। আর ‘মুসহাফ’ অর্থ সব ‘সুহুফ’ একত্র করে বাঁধাই করা একটি পূর্ণাঙ্গ গ্রন্থ।

খলিফা উসমান ইবনে আফফান (রা.)-এর সময় কোরআনকে সেই রূপেই একীভূত ও মানসম্মত করা হয়, যাতে আয়াত ও সূরার ক্রম একই থাকে, এবং তা পুরো মুসলিম উম্মাহর জন্য আদর্শ প্রতিলিপি হয়ে ওঠে।

কোরআন সংরক্ষণের অনন্যতা
কোরআনের ইতিহাস অন্যান্য ধর্মগ্রন্থের থেকে সম্পূর্ণ ভিন্ন। বাইবেল বা তাওরাত শতাব্দীব্যাপী সম্পাদনা ও সংকলনের মাধ্যমে গঠিত হলেও কোরআন ওহী শেষ হওয়ার পর থেকেই অপরিবর্তিত রয়েছে, চৌদ্দ শতাব্দী পেরিয়ে আজও এক অক্ষরও বদলায়নি

সংকলনের তিন ধাপ
ইসলামী ইতিহাসবিদ আহমাদ ভন ডেনফার এই প্রক্রিয়াটিকে তিনটি ধাপে ব্যাখ্যা করেছেন

১️. আবু বকর (রা.)-এর নির্দেশে জায়েদ ইবন সাবিত (রা.) কোরআনের সব অংশ সংগ্রহ করেন।

২. লিখিত উপকরণ ও মুখস্থ সাহাবিদের বর্ণনা অনুযায়ী একত্রিত করে পাণ্ডুলিপি প্রস্তুত করা হয়।

৩️. পরবর্তীতে সংকলিত সেই ‘সুহুফ’ আবু বকর (রা.) থেকে ওমর (রা.)-এর কাছে, তারপর হাফসা (রা.)-এর কাছে সংরক্ষিত থাকে।

নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কিরামের দূরদৃষ্টি, আল্লাহর তাওফিক ও মানবিক প্রজ্ঞার মিলিত ফসলই আজকের পবিত্র কোরআন। তাদের প্রচেষ্টাতেই মানবজাতি পেয়েছে এক অবিনাশী, অপরিবর্তিত ঐশী বাণী, যা আজও ঠিক তেমনি রয়েছে, যেমনটি নবীজির হৃদয়ে নাজিল হয়েছিল।

সূত্র :  অ্যাবাউট ইসলাম

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সাথে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপিত