ঢাকা , মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ , ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড

  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০১:১৮:০০ অপরাহ্ন
নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড নদী থেকে বালু উত্তোলন করে সরকারি ব্রিজ নির্মাণ: ঠিকাদারি প্রতিষ্ঠানের ২কর্মকর্তার কারাদন্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি ব্রিজ নির্মাণে ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠানের সহকারি প্রজেক্ট ম্যানেজার ও সাইট ইঞ্জিনিয়ারকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের তেল্লারঘাট সংলগ্ন ছোট ফেনী নদী এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

দন্ডপ্রাপ্তরা হলেন: এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহকারি প্রজেক্ট ম্যানেজার নুর নবী (৩৮) ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল (৩২)।  

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরহাজারী ইউনিয়নে ছোট ফেনী নদীর উপর নির্মাণাধীন তেল্লারঘাট থেকে দনিপাড়া সংযোগ ব্রিজের কাজ পায় এলজিইডির ঠিকাদারি প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এরপর চরহাজারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলালের যোগসাজশে স্থানীয় শ্রমিকদের মাধ্যমে ছোট ফেনী নদী থেকে ব্রিজ নির্মাণের কাজে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অবৈধ ভাবে বালু উত্তোলনের সত্যতা পেয়ে ঠিকাদরি প্রতিষ্ঠানের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নুর নবী ও সাইট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একই সাথে বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার পাইপ ধ্বংস করা হয় এবং ১টি ইঞ্জিন জব্দ করা হয়।  

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরহাজারী ইউনিয়ন পরিষদের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আসিফ ইকবাল সুমন ও চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শেখ ফরিদ দুলাল অভিযোগ নাকচ করে বলেন, এ বিষয়ে তারা কিছু জানেননা।  

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ