ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিক্ষক জান্নাতুলের মৃত্যুর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের: রিটার্নিং কর্মকর্তা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুমনোর অভ্যেস বলিউডের ৫ তারকার চলনবিলে নৌকাবাইচ দেখতে লক্ষাধিক দর্শনার্থীর আগমন কেঁদে কেটে হাতে-পায়ে ধরি, তাও জোর করে আমাকে ঘনিষ্ঠ দৃশ্যে, বিস্ফোরক অক্ষয়ের নায়িকা! সরকারি চিকিৎসকদের জন্য ৮ দফা কঠোর নির্দেশনা খুলনায় বিদেশি অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পলাতক ১২ হাজার ৫৩৩ কয়েদি হাজীগঞ্জ গায়ে হলুদে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে বরের মৃত্যু রোজ এনার্জি ড্রিঙ্ক খেলে কেবল ডায়াবিটিস নয়, সঙ্গে হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়ে জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তারের পদত্যাগ সুশীলা কার্কিকে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার রাশিয়ার অন্দরে ঢুকে আবার ড্রোন হামলা ইউক্রেনের নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীতে বৈষম্যবিরোধী মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার -২ প্রিয়ঙ্কা-মলাইকা-জাহ্নবীদের নির্মেদ চেহারার রহস্য ফাঁস

ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ১০:১২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ১০:১২:০৪ অপরাহ্ন
ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের সম্মাননা দিলো ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ
 জাতীয় পাঠ্যক্রমের আওতাভিত্তিক বাংলা মিডিয়ামের স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক। টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে সেরা শিক্ষার্থীদের পুরস্কৃত করা
হয়েছে।
ব্র্যাক ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আগামী’-এর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি গত ২৫ মে ২০২৫ ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেডকোয়ার্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল চিন্তাভাবনা এবং ইংরেজি যোগাযোগ দক্ষতা প্রদর্শনের এক জাতীয় মঞ্চের ভূমিকা পালন করে। পাঁচটি বিভাগের ৩৩টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা প্রাথমিক, আঞ্চলিক এবং ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার সুযোগ পেয়েছিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়া এই প্রতিযোগিতায় নেভি অ্যাঙ্কারেজ স্কুল অ্যান্ড কলেজের লাইবা মুনতাহা গ্রুপ-এ (গ্রেড ৯-১০) থেকে এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অ্যারন নাফি গ্রুপ বি (গ্রেড ১১-১২) থেকে বিজয়ী হন। চূড়ান্ত প্রতিযোগীদের তাঁদের বিষয়বস্তু, পরিবেশনা এবং ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। একটি বিশেষজ্ঞ প্যানেল দর্শকদের সামনে সরাসরি এই মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করে।

আয়োজনে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং উইমেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ অ্যান্ড স্টুডেন্ট ব্যাংকিং সেগমেন্ট ‘আগামী’- এর সিনিয়র ম্যানেজার নাতাশা কাদের-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রায়ম্যান, এক্সামসের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সারওয়াত রেজা এবং বিজনেস ডেভেলপমেন্ট এক্সামসের মাস্টার ট্রেইনার সানা শহীদ।

টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ক্লাব গ্রোথ ডিরেক্টর মো. গোলাম দস্তগীর, ডিটিএম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোয়্যালিটি ডিরেক্টর ফয়েজ উদ্দিন আহমেদ এবং ঢাকা বাংলাদেশ টোস্টমাস্টার্স ক্লাবের প্রাক্তন সভাপতি মো. তাহমিদুল ইসলাম। এই আয়োজন নিয়ে মো. মাহীয়ুল ইসলাম বলেন, “এই প্রতিযোগিতার আয়োজন শুধু পাবলিক স্পিকিং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই নয়, বরং এটি সারাদেশের শিক্ষার্থীদের প্রতিভা, আত্মবিশ্বাস এবং অপার সম্ভাবনা উদ্‌যাপনের একটি মঞ্চও। ব্র্যাক ব্যাংকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তরুণরাই হলো আগামী দিনের কারিগর। এই কারণেই আমরা এমন সব উদ্যোগে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তরুণদের স্বপ্নকে লালন করে এবং তাঁদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রানশক্তি হিসেবে গড়ে উঠতে ক্ষমতায়িত করে।” ম্যাক্সিম রায়ম্যান বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাঁদের কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় সহায়তা করতে এবং যোগাযোগ দক্ষতা বাড়াতে ভূমিকা রাখে। ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতার

এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা পরবর্তী প্রজন্মের মাঝে থট লিডার এবং বিশ্ব নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাবো।”‘আগামী’ সেগমেন্টের মাধ্যমে ব্র্যাক ব্যাংক ব্যাংকিংয়ের বাইরেও শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা বাড়ানোর মাধ্যমে তাঁদের আত্মন্নোয়নে ভূমিকা রাখছে, যাতে তাঁরা সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক

তানোরের আলোচিত কথিত কবিরাজ আটক