চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেনসিডিল এবং ৫০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আরাকান রোডস্থ চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মোঃ মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মোঃ শহিদুল ইসলাম (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার মোঃ জসিম উদ্দিন (২৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিতে করে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাত সাড়ে নয়টার দিকে উক্ত স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটকের পর তাদের দেখানো মতে সিএনজির পেছনের মালামাল রাখার স্থান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা এবং দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লক্ষ টাকা বলে র্যাব জানিয়েছে। এর মধ্যে প্রতি কেজি গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা এবং প্রতি বোতল ফেনসিডিলের মূল্য ২হাজার টাকা করে মোট ৩লাখ ৯৯ হাজার টাকা।
সিএনজিচালক মোহাম্মদ ইমন (২৫) জানান, তিনি ভাড়ায় চালিত সিএনজিচালক এবং যাত্রীদের ব্যাগে কী ছিল সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
                           বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আরাকান রোডস্থ চান্দগাঁও অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের পাহাড়তলী এলাকার মোঃ মিজানুর রহমান (৩৭), ফেনীর ছাগলনাইয়ার মোঃ শহিদুল ইসলাম (২৫) এবং বান্দরবানের লামা উপজেলার মোঃ জসিম উদ্দিন (২৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, সরফতউল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি সিএনজিতে করে কতিপয় ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাত সাড়ে নয়টার দিকে উক্ত স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজিতে থাকা তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।
আটকের পর তাদের দেখানো মতে সিএনজির পেছনের মালামাল রাখার স্থান থেকে তিনটি প্লাস্টিকের বস্তা এবং দুটি কাপড়ের ব্যাগ থেকে ১৯৮ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় নয় লক্ষ টাকা বলে র্যাব জানিয়েছে। এর মধ্যে প্রতি কেজি গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা করে মোট পাঁচ লক্ষ টাকা এবং প্রতি বোতল ফেনসিডিলের মূল্য ২হাজার টাকা করে মোট ৩লাখ ৯৯ হাজার টাকা।
সিএনজিচালক মোহাম্মদ ইমন (২৫) জানান, তিনি ভাড়ায় চালিত সিএনজিচালক এবং যাত্রীদের ব্যাগে কী ছিল সে সম্পর্কে তিনি অবগত ছিলেন না।
গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত মাদক ও সিএনজি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
  নিজস্ব প্রতিবেদক
 নিজস্ব প্রতিবেদক  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                