ভোরের নিস্তব্ধতা ভেঙে সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তাঁর শিশু কন্যার করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের সামনে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাঁদের শিশু কন্যা আয়েশা সিদ্দিকা (১০)। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পরিবারসহ 'সেঁজুতি ট্রাভেলস' এর একটি পর্যটকবাহী বাসে (নম্বর-১৫-৬০৮২) করে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পর্যটকবাহী বাসটি খাদে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দমুখর ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়।
নিহত মা ও মেয়েকে ঘিরে সহযাত্রী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
                           শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের সামনে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) এবং তাঁদের শিশু কন্যা আয়েশা সিদ্দিকা (১০)। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পরিবারসহ 'সেঁজুতি ট্রাভেলস' এর একটি পর্যটকবাহী বাসে (নম্বর-১৫-৬০৮২) করে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও জয়কলস হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি পর্যটকবাহী বাসটি খাদে উল্টে আছে। ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় আনন্দমুখর ভ্রমণ মুহূর্তেই শোকে পরিণত হয়।
নিহত মা ও মেয়েকে ঘিরে সহযাত্রী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 
  বিশেষ প্রতিনিধি
 বিশেষ প্রতিনিধি  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                