বাড়ির পাশে কলা গাছের ঝোঁপে তিন সন্তান সহ আশ্রয় নিয়েছিল এক মা বনবিড়াল। বাড়িওয়ালা ও এলাকাবাসীর সহ্য হলো না সেটা। মুরগি খেয়ে ফেলবে এই অপরাধ দিয়ে তিন সন্তান সহ মা বিড়ালটিকে হ/ত্যা করল এলাকার সব মানুষ মিলে। পুরো একটি পরিবার নিমিষেই শেষ করে দিল লাঠির আঘাতে। মানুষ নাকি সৃষ্টির সেরা জীব একি তার নমুনা?
ছোট্ট এই দেশে জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে মানুষ তার আয় বাড়াতে ছোট ছোট ঝোপঝার বাঁশঝাড় কেটে চাষের জমিতে রূপান্তর করছে প্রতিনিয়ত। এতে করে বাসস্থান হারাচ্ছে বনবিড়াল সহ অন্যান্য অনেক বন্যপ্রাণী। থাকার জায়গা নেই তাদের, বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় মানুষের বাড়ির পাশের ঝোপঝার গুলোতে। কিন্তুু এটা যে তাদের বড় ভুল, তা বোঝার তো ক্ষমতা নেই। থাকলে অন্তত মানুষ নামের অমানুষদের কাছাকাছি ওরা আসতো না। আবার না এসেও উপায় নেই বাসস্থান তো ধ্বংস করেছে সেই মানুষই।
হয়তো তারা তাদের দুঃখ ভাষায় বলতে পারেনা কিন্তুু বিশ্বাস করেন উপরে যিনি বসে আছে তিনি তাদের সব ভাষা বোঝেন। তিনি যেমন মানুষের সৃষ্টিকর্তা তেমনি তাদের ও সৃষ্টিকর্তা। শেষ বিচারের দিনে এই অন্যায়ের বিচারও তিনি করবেন।
অনুরোধ রইলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এই সকল মানুষদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য।
(ফেসবুক থেকে পাওয়া)
ছোট্ট এই দেশে জনসংখ্যা এতটাই বেশি হয়ে গেছে যে মানুষ তার আয় বাড়াতে ছোট ছোট ঝোপঝার বাঁশঝাড় কেটে চাষের জমিতে রূপান্তর করছে প্রতিনিয়ত। এতে করে বাসস্থান হারাচ্ছে বনবিড়াল সহ অন্যান্য অনেক বন্যপ্রাণী। থাকার জায়গা নেই তাদের, বাধ্য হয়ে তারা আশ্রয় নেয় মানুষের বাড়ির পাশের ঝোপঝার গুলোতে। কিন্তুু এটা যে তাদের বড় ভুল, তা বোঝার তো ক্ষমতা নেই। থাকলে অন্তত মানুষ নামের অমানুষদের কাছাকাছি ওরা আসতো না। আবার না এসেও উপায় নেই বাসস্থান তো ধ্বংস করেছে সেই মানুষই।
হয়তো তারা তাদের দুঃখ ভাষায় বলতে পারেনা কিন্তুু বিশ্বাস করেন উপরে যিনি বসে আছে তিনি তাদের সব ভাষা বোঝেন। তিনি যেমন মানুষের সৃষ্টিকর্তা তেমনি তাদের ও সৃষ্টিকর্তা। শেষ বিচারের দিনে এই অন্যায়ের বিচারও তিনি করবেন।
অনুরোধ রইলো ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এই সকল মানুষদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য।
(ফেসবুক থেকে পাওয়া)
প্রতিনিধি :