লাদাখে ৪৫ দিন টানা শুটিং শেষে এখন মুম্বাইয়ে চলছে ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং। ইতিমধ্যে শুটিংয়ে যোগ দিয়েছেন ভাইজান সালমান খান। তবে মুম্বাইয়ের ভিড় ও যানজট কাটিয়ে সময়মতো শুটিংয়ে পৌঁছানো এইবারও সহজ হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে স্বয়ং ভাইজানই জ্যামে আটকালেন।
সময়ের গুরুত্ব বুঝে, তিনি নিজের গাড়ি থেকে নেমে অপরিচিত এক তরুণের বাইকে লিফট নেন। এতে সময়মতো স্টুডিও পৌঁছানো সম্ভব হয়। নিরাপত্তারক্ষীরা তাকে অনুসরণ করতে পারেননি, ফলে সালমানের এই দৌড় যেন সিনেমার এক দৃশ্যকে হার মানায়।
বাইকের চালক তখনও জানতেন না যে তার যাত্রী সালমান খান। স্টুডিওতে পৌঁছে মুখ ঢেকে থাকা অবস্থায় নিজের পরিচয় দেন ভাইজান। পরিচয় জানার পর তরুণ অবাক হন।
শুটিং ফ্লোরে সময়মতো উপস্থিত হওয়ার জন্য এই অভিনব পদক্ষেপকে পেশাদারিত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই। এটি সম্ভবত পূর্বের ‘সিকান্দার’ শুটিংয়ে দেরিতে পৌঁছানোর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া।
উল্লেখ্য, ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের ভারত-চিন গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। ছবিতে সালমানকে দেখা যাবে কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।
সময়ের গুরুত্ব বুঝে, তিনি নিজের গাড়ি থেকে নেমে অপরিচিত এক তরুণের বাইকে লিফট নেন। এতে সময়মতো স্টুডিও পৌঁছানো সম্ভব হয়। নিরাপত্তারক্ষীরা তাকে অনুসরণ করতে পারেননি, ফলে সালমানের এই দৌড় যেন সিনেমার এক দৃশ্যকে হার মানায়।
বাইকের চালক তখনও জানতেন না যে তার যাত্রী সালমান খান। স্টুডিওতে পৌঁছে মুখ ঢেকে থাকা অবস্থায় নিজের পরিচয় দেন ভাইজান। পরিচয় জানার পর তরুণ অবাক হন।
শুটিং ফ্লোরে সময়মতো উপস্থিত হওয়ার জন্য এই অভিনব পদক্ষেপকে পেশাদারিত্বের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকেই। এটি সম্ভবত পূর্বের ‘সিকান্দার’ শুটিংয়ে দেরিতে পৌঁছানোর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয়া।
উল্লেখ্য, ‘ব্যাটল অব গালওয়ান’ ছবিটি ২০২০ সালের ভারত-চিন গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে। ছবিতে সালমানকে দেখা যাবে কর্ণেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে, যিনি ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।
তামান্না হাবিব নিশু