ঢাকা , বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের লগি বৈঠার তান্ডবে নিরীহ মানুষ হত্যার বিচার দাবি মোহনপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ ও সমাবেস ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের সমাবেশ তৃতীয় ব্যক্তিকে শরীর দেওয়া যায়, মন দিলেই অন্যায়! কাজল-টুইঙ্কলের বক্তব্যে বিতর্ক ৩০ হওয়ার আগেই অবসর নেবেন ভেবেছিলেন তমন্না নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার দুই জেলায় এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ ভারতে ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানি, আটক ১ শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় মেলিসা রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে, জানালেন সংস্কৃতি উপদেষ্টা ছড়িয়ে পড়েছে চিরঞ্জীবীর ‘নগ্ন ভিডিও’, যা জানা গেল পঞ্চগড়ে দেশীয় পিস্তল-গুলি জব্দ জামায়াত প্রার্থীর মাইক ছিনিয়ে নিলো নিজ দলীয় নেতাকর্মীরা ভাতিজা চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট খুলনায় অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভস্থ শিশুর মৃত্যু বগুড়ায় মোটরসাইকেলে এসে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংঘর্ষে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন ও ট্রাক, নিহত ১

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৩:১৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৩:১৭:৪৩ অপরাহ্ন
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের একটি ফেসবুক পোস্টকে ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাত থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে তাঁর দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।

বিতর্কের সূত্রপাত হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের একটি পোস্ট ভাইরাল হওয়াকে কেন্দ্র করে। ওই পোস্টে তিনি রাকসুর (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচিত হিজাবি নারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে আপত্তিকর মন্তব্য করেন। 

ওই পোস্টে তিনি লেখেন: এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডর্স করছি। কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পরে ও হাতে নিয়ে ক্লাসে যাবো। পরবো টু-কোয়ার্টার, আর হাতে থাকবে মদের বোতল। মদ তো ড্রাগ না! মদপান করার লাইসেন্সও আমার আছে! শিবির আইসেন, সাংবাদিকরাও আইসেন!

পোস্টটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই  তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন শিক্ষার্থীরা।

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ এবং সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে ওই শিক্ষকের মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় রাত ১২টার দিকে ক্যাম্পাসে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। শুরুতে ছাত্ররা আন্দোলন শুরু করলেও কিছু সময় পর ছাত্রীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে বিক্ষোভ আরও উত্তেজিত হয়ে ওঠে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মামুনের দুই গালে জুতা মারো তালে তালে এবং মদখোরের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, ইত্যাদি স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অধ্যাপক মামুনের মন্তব্যকে নারীদের মর্যাদা ও ধর্মীয় মূল্যবোধের অবমাননাকর বলে আখ্যায়িত করেন। তাঁরা বলেন, একজন শিক্ষক হিসেবে এমন বক্তব্য নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশকে কলুষিত করেছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে তদন্তের মুখোমুখি করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের দাবি, প্রশাসন নীরব থাকলে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ

হিজাব বিতর্কিত ফেসবুক পোস্ট: রাবিতে অধ্যাপক মামুনের শাস্তি চেয়ে মধ্যরাতে বিক্ষোভ