ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ পেরোতেই মলাইকার জীবনে নতুন কেউ নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা? কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন ভোলায় পুকুরে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু নভেম্বরেই গণভোট চায় জামায়াতসহ ৮ দল নিজের চেষ্টায় জায়গা করেছি বলিউডে: সারা ব্যথা-বেদনা থেকে নিস্তার পেতে বদলে ফেলুন রান্নার তেল গরুর মাংস খাওয়া প্রসঙ্গে যা বললেন রণবীর কাপুর জেলে যেভাবে কাটছে ফুটবলার রবিনহোর সময় প্রশান্ত মহাসাগরে ধ্বংস করা হল আরও এক মাদকবোঝাই নৌকা! জুমার রাতে সুরা দোখান পাঠের ফজিলত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু কৌশানির নাচের মাঝেই মঞ্চে ধরে গেল আগুন ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ রাশমিকা মন্দানা ভালো মা হতে চান আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেস সচিব বলিউড অভিনেত্রীর দাউদ ইব্রাহিমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ পাকিস্তানের আকাশে হঠাৎ অদ্ভুত মেঘ, ঘটনা কী? ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়ায় দেশদ্রোহিতা মামলার নির্দেশ

বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৬:৫৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ বাংলাদেশকে কটাক্ষ করে নির্বাচনি প্রচারণা, বর্ণবাদের অভিযোগ
পর্তুগালের কট্টর-ডানপন্থী বিরোধী দল শেগা-র নেতা আন্দ্রে ভেনতুরার নির্বাচনী প্রচারণার একটি বিলবোর্ড ঘিরে দেশটিতে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে। মন্তিজো শহরের একটি বাসস্টপের পাশে ঝোলানো বিলবোর্ডটিতে ভেনতুরার ছবিসহ বড় অক্ষরে লেখা হয়েছে— ‘Isto não é Bangladesh’—যার অর্থ ‘এটি বাংলাদেশ নয়’।

আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে প্রচারণা শুরু করেছেন ভেনতুরা। তার দলের আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে, ‘যাযাবর (অভিবাসী) সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে’।

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই বিলবোর্ড বার্তা ও প্রচারণাকে ‘অপমানজনক ও বর্ণবাদী’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে ভেনতুরার আচরণকে ‘বর্ণবাদী প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন।

শেগা নেতা আন্দ্রে ভেনতুরা নিজেই গত রোববার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রামে এই পোস্টারের ছবি পোস্ট করে লেখেন, ওরা ইতোমধ্যেই রাস্তায় নেমে পড়েছে। ১৮ জানুয়ারি আমরা এই দেশকে নাড়িয়ে দেব। কোনো ভয় নেই! স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই পোস্টারগুলো তার দলের নির্বাচনী প্রচারণারই অংশ।

এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বলে নিশ্চিত করেছে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ফারিদ পাটোয়ারি মন্তব্য করেছেন, রাস্তায় পোস্টার হলে প্রভাব আরও শক্তিশালী হয়। পর্তুগাল সবসময় নিরাপদ এবং আতিথেয় দেশ হিসেবে পরিচিত। তবে দেশে এমন বার্তা প্রকাশিত হলে চুপ থাকা উচিত নয়। আমাদের অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে।

মোইটা শহরের মেয়র কার্লোস আলবিনো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের পোস্টার আইন লঙ্ঘনের দিক নির্দেশ করছে। তিনি বলেন, যখন বলা হয় আইন মানতে হবে, তখন সবাইকেই আইন মানতে হবে। এটি কোনো বিশেষ সম্প্রদায় বা দলের জন্য নয়। তিনি আরও উল্লেখ করেন, জেনোফোবিয়া (বিদেশিভীতি) এবং বর্ণবাদ অপরাধ। তবে তিনি জানিয়েছেন, নগর পরিষদ সরাসরি অভিযোগ দায়ের না করলেও বিষয়টি প্রসিকিউটর অফিসের দ্বারা যাচাই করা উচিত।

উল্লেখ্য, ২০২৬ সালের জানুয়ারিতে পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ

রাজশাহী বিভাগীয় বইমেলায় দরিদ্র পাঠকদের জন্য থাকছে পুরাতন বই বদলের সুযোগ