দীর্ঘ দু’দশকের কর্মজীবন। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এখন বলিউডেও পরিচিত মুখ তমন্না ভাটিয়া। বলিউড তাঁকে ‘আইটেম ডান্সার’ হিসাবে দিয়েছে বিশেষ পরিচয়। কিন্তু, অভিনেত্রী নাকি ভেবেছিলেন সিনেমাজগতে থাকবেন মাত্র ১০ বছর। তার পর বিয়ে করে সন্তান নিয়ে সুখে সংসার করবেন। অথচ ৩০ বছর বয়স হতেই অন্য পরিকল্পনা অভিনেত্রীর।
এক সাক্ষাৎকারে তমন্না জানান, যখন তিনি কাজ শুরু করেন তখন ইন্ডাস্ট্রি অন্য রকম ছিল। সেই সময় নায়িকাদের কর্মজীবন ছিল ক্ষণিকের। মাত্র ১০ বছরেই শেষ হয়ে যেত অভিনয়জীবন। কিন্তু ৩০ বছর বয়সে পৌঁছে তমন্না বুঝতে পেরেছেন যে এখন পরিস্থিতি বদলেছে। বলিউডে নায়িকাদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্য লেখা হচ্ছে। তমন্নার কথায়, ‘‘আমি তো ভেবেছিলাম ১০ বছর বাদে অভিনয় ছেড়ে অন্য কিছু করতে হবে।
শুধু তাই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বাড়াটাকে উদ্যাপন করছি।’’ অভিনেত্রী জানান, বয়স লুকোনো কিংবা বয়স হওয়া মানেই হীনম্মন্যতায় ভোগা নয় বরং বয়স হলে সেটাকে উদ্যাপন করাটাই বাঞ্ছনীয়।
                           এক সাক্ষাৎকারে তমন্না জানান, যখন তিনি কাজ শুরু করেন তখন ইন্ডাস্ট্রি অন্য রকম ছিল। সেই সময় নায়িকাদের কর্মজীবন ছিল ক্ষণিকের। মাত্র ১০ বছরেই শেষ হয়ে যেত অভিনয়জীবন। কিন্তু ৩০ বছর বয়সে পৌঁছে তমন্না বুঝতে পেরেছেন যে এখন পরিস্থিতি বদলেছে। বলিউডে নায়িকাদের বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রনাট্য লেখা হচ্ছে। তমন্নার কথায়, ‘‘আমি তো ভেবেছিলাম ১০ বছর বাদে অভিনয় ছেড়ে অন্য কিছু করতে হবে।
শুধু তাই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বাড়াটাকে উদ্যাপন করছি।’’ অভিনেত্রী জানান, বয়স লুকোনো কিংবা বয়স হওয়া মানেই হীনম্মন্যতায় ভোগা নয় বরং বয়স হলে সেটাকে উদ্যাপন করাটাই বাঞ্ছনীয়।
 
  তামান্না হাবিব নিশু
 তামান্না হাবিব নিশু  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                     
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                