বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র রাজশাহী মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মামুনুর রশিদ মামুন সভাপতি এবং মাহফুজুর রহমান (রিটন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ আকারে ঘোষণা করা হবে।
ঘোষিত আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, এডভোকেট মোঃ আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বজলুল হুদা মন্টু, সাংগঠনিক সম্পাদক হিসেবে রবিউল ইসলাম মিলু, এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা ও মোঃ মাইনুল আহসান (পান্না) দায়িত্ব পেয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলীয় গঠনমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ইব্রাহীম হোসেন সম্রাট