ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার পাবনা ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি রংপুর রেঞ্জে ডিআইজির লালমনিরহাট সদর থানা পরিদর্শন পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার অনুষ্ঠিত তানোরে পশুহাটে ময়লার ভাগাড় জনমনে ক্ষোভ নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা হালালভাবে উপার্জনের জন্য যে ১৩ নিয়ম মানবেন বিশ্বকাপ জিতে মোট ১২৫ কোটি টাকা পাচ্ছেন ভারতের মেয়েরা ফ্রিজে রাখা খুলি দুই মাস পর লাগানো হলো মামুনের মাথায় সমালোচনার মুখে প্রাথমিকের সংগীত শিক্ষক পদ বাতিল আমার মতো নিতম্ব ওরা কখনো দেখেনি: নোরা ফাতেহি পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত ছেলে

ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, ‘জঙ্গি’দের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী!

  • আপলোড সময় : ০২-১১-২০২৫ ০৩:১৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৫ ০৩:১৫:২০ অপরাহ্ন
ক্যারিবিয়ান সমুদ্রে হঠাৎ হামলা, ‘জঙ্গি’দের জাহাজ ধ্বংস করল ট্রাম্পের বাহিনী! ছবি: সংগৃহীত
ক্যারিবিয়ান সমুদ্রে আবার হামলা চালাল আমেরিকার সেনাবাহিনী। ধ্বংস করা হল একটি জাহাজ। তাতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। দাবি, ওই জাহাজে মাদক পাচারকারীরা ছিলেন। তাদের ‘জঙ্গি’ বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যেরা জাহাজটি নিয়ন্ত্রণ করছিলেন। তবে কোনও গোষ্ঠী বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

শনিবার (স্থানীয় সময়) আমেরিকার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করেন। ক্যারিবিয়ান সমুদ্রে মার্কিন হামলা প্রসঙ্গে তিনি জানান, জাহাজটির নিয়ন্ত্রণ ছিল সন্ত্রাসবাদী সংগঠনের হাতে। মার্কিন হামলায় জাহাজের তিন জনের মৃত্যু হয়েছে। সমাজমাধ্যমে হেগসেথ লেখেন, ‘‘আমাদের গোয়েন্দাদের কাছে তথ্য আছে, এই জাহাজটি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। মাদক পাচারের চিহ্নিত পথ ধরেই এগোচ্ছিল এই জাহাজ। তাতে অনেক নিষিদ্ধ মাদক ছিল।’’ অভিযোগ, বেআইনি ভাবে ওই মাদক আমেরিকায় ঢোকানো হত। তার পর বাজারে তা ছড়িয়ে দেওয়া হত। তাই আগেভাগেই সমুদ্রে বিনাশ করা হয়েছে মাদকবাহী জাহাজ।

বস্তুত, ক্যারিবিয়ান সমুদ্রে মাদক পাচারের বিরুদ্ধে মার্কিন অভিযান নতুন নয়। গত সেপ্টেম্বর মাস থেকে এই নিয়ে অন্তত ১৫টি হামলা ওই সমুদ্রে করা হল। মার্কিন হামলায় নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। অনেক ক্ষেত্রেই তাঁরা আদৌ মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কি না, উপযুক্ত প্রমাণ দিতে পারেনি আমেরিকার সেনা।

ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন। ক্যারিবিয়ান সমুদ্রে ভেনেজ়ুয়েলার উপকণ্ঠে নৌসেনা মোতায়েন করা হয়েছে। এমনকি, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ জেনারেল ফোর্ডও ওই এলাকায় এনে রেখেছেন ট্রাম্প। ভেনেজ়ুয়েলার সরকারের বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। তা নিয়ে সাম্প্রতিক অতীতে আমেরিকার সঙ্গে ওই দেশের সম্পর্কের কিছুটা অবনতিও হয়েছে। কিছু দিন আগে এই ক্যারিবিয়ান সাগরেই হামলা চালিয়ে একটি ডুবোজাহাজ ধ্বংস করেছিল মার্কিন সেনা। ট্রাম্প দাবি করেছিলেন, ওই ডুবোজাহাজে মাদক সন্ত্রাসবাদীরা ছিল। গুপ্ত পথে আমেরিকায় তারা মাদক নিয়ে ঢোকার চেষ্টা করছিল। ওই জাহাজ ধ্বংস করে আদতে ২৫ হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সে দিনের হামলায় দু’জনের মৃত্যু হয়। এ ছাড়া, কলম্বিয়া এবং ইকুয়েডরের এক জন করে বাসিন্দাকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার

নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার