ঢাকা , মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শরিফ উদ্দিন প্রাথমিক তালিকায় নেই রুমিন ফারহানার নাম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে মনোনয়ন ​চারঘাটের বড়াল নদে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু মোহনপুরে বিনা মূল্যে কৃষককের মাঝে বীজ ও সার বিতারণ নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার পাবনা ৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি রংপুর রেঞ্জে ডিআইজির লালমনিরহাট সদর থানা পরিদর্শন পাবনায় বিসিকের আয়োজনে ১০ দিনব্যাপি উদ্যোক্তা মেলা শুরু তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের সেমিনার অনুষ্ঠিত তানোরে পশুহাটে ময়লার ভাগাড় জনমনে ক্ষোভ নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু নিয়ামতপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ বাঘায় গৃহবধূ মুন্নির মৃত্যু: আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? তদন্ত দাবি এলাকাবাসীর কে কি লিখছে, তাতে যায় আসে না: ভাবনা যৌন নিপীড়নের সময় ‘আমি তোমাদের মায়ের বয়সী’ বলে কাঁদেন সুদানি নারী ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ধৈর্যের বিনিময় আল্লাহর ভালোবাসা

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু

  • আপলোড সময় : ০৩-১১-২০২৫ ০৯:৩৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৫ ০৯:৩৪:১০ অপরাহ্ন
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু
 
নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক,  নওগাঁ জেলা বিএনপির  সাবেক (ভারপ্রাপ্ত )আহ্বায়ক এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।
সোমবার দলীয় মনোনয়নের খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। এই পবিত্র দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়েই আমি জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি।
আত্রাই এবং রাণীনগর উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের ভালোবাসা, ত্যাগ এবং অক্লান্ত পরিশ্রম আমার এগিয়ে চলার মূল শক্তি। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের সকল সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আসুন, আমরা সকলে মিলে এলাকার জনগণের আস্থা অর্জন করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ি।
 
​জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন, আত্রাই ও রাণীনগরের সকল সম্মানিত নাগরিক আমার পরিবার তুল্য। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। আমি বিশ্বাস করি, এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। আমি সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করি, যাতে আমাদের এই অঞ্চলটি একটি সমৃদ্ধ ও মডেল এলাকা হিসেবে পরিচিতি লাভ করে।
 
​তিনি সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হতে পারলে এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ করবেন সেই বিষয়ে একটি রূপরেখা তুলে ধরে বলেন ​প্রতিটি ইউনিয়নে আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে,
​গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে,
​এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট ও অবকাঠামোর দ্রুত সংস্কার ও নতুন সংযোগ স্থাপন করা হবে, 
​কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, 
​স্থানীয়ভাবে শিল্প ও ব্যবসার প্রসার ঘটিয়ে শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 
 
​বিএনপির হাই-কমান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে 
​আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, এস এম রেজাউল ইসলাম রেজু একজন পরীক্ষিত এবং ত্যাগী নেতা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং আত্রাই-রাণীনগরের জনগণের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।
 
​রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের হাইকমান্ড যে বিচক্ষণ সিদ্ধান্তটি নিয়েছেন, তার জন্য আমরা রাণীনগরের সকল নেতাকর্মী আনন্দিত এবং কৃতজ্ঞ। এস এম রেজাউল ইসলাম রেজু ভাই আমাদের একজন অত্যন্ত পরীক্ষিত ও তৃণমূলের নেতা। তার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা এবং আত্রাই-রাণীনগরের জনগণের প্রতি তার যে গভীর দায়বদ্ধতা, তা সর্বজনবিদিত। 
 
এই কঠিন সময়ে সঠিক প্রার্থী নির্বাচন করায় দলের প্রতি আমাদের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি, রেজু ভাইয়ের নেতৃত্বে এই অঞ্চলের রাজনৈতিক ভেদাভেদ দূর হবে এবং সকলে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। তার হাত ধরে এই আসনে ধানের শীষের বিজয় আনা সময়ের ব্যাপার মাত্র। আমরা রাণীনগরের সকল পর্যায়ের নেতাকর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রস্তুত।"

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার

নগরীতে প্রতিবেশীর বিরুদ্ধে নারীর মারধরের অভিযোগ, প্রতিপক্ষের অস্বীকার