রানা শেখ, বাঘা প্রতিনিধ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আবু সাঈদ চাঁদের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার বিএনপির গুলশান কার্যালয় থেকে নাম ঘোষনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। নাম ঘোষনায় আবু সাইদ চাঁদের নাম প্রকাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে চারঘাট-বাঘায় আনন্দ উল্লাসে ফেটে পড়েন বিএনপির তৃনমুলের ভোটারসহ সর্বস্তরের জনতা। আবু সাইদ চাদ দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সোচ্চার। চাদকে মনোনীত করায় অনেকেই আনন্দে কেদে ফেলেন।
ইতিপুর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই মানুষের প্রাণের দাবি ছিল এবার চাদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাধে কাধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।
                           ইতিপুর্বে একাধিক সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার মানুষ মনোনয়ন থেকে বার বার বঞ্চিত হয়েছিল। তাই মানুষের প্রাণের দাবি ছিল এবার চাদকে মনোনয়ন দেয়ার। চারঘাট-বাঘার মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে দলীয় হাই কমান্ড। তবে সর্বস্তরের মানুষ কাধে কাধ মিলে আগামীর নির্বাচনে ধানের শীষে ঐক্যবদ্ধ ভাবে বিজয়ী করতে কাজ করবে বলে দাবি চারঘাট-বাঘার সর্বস্তরের মানুষের।
আবু সাইদ চাদ বলেন, আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে চারঘাট-বাঘার মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছি। চারঘাট-বাঘার মানুষের কল্যানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের ১২ টি জেলায় আমার বিরুদ্ধে ৮৫ টি মামলা হয়েছে। জীবনের অধিকাংশ সময় আমার জেল খানায় কেটেছে। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। হারিয়েছি প্রান প্রিয় সহধর্মীনিকে। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে।
আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান চারঘাট-বাঘার গনমানুষের হৃদয়ের স্পন্দন আবু সাইদ চাদ।
 
 রানা শেখ