ঢাকা , শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫ , ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লিখে স্বামীর আত্মহত্যা চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত নবজাতককে হাসপাতালে ফেলে গেলেন মা! চিঠিতে যা লিখা ছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদন শুরু কাল, চলবে ২১ নভেম্বর পর্যন্ত কৃষকের কামড়ে সাপের মৃত্যু শুধু পর্দায় নয়, বাস্তব জীবনে রবীনা ও অক্ষয়ের প্রেম ছিল জাকার্তায় জুম্মার নামাজের সময় মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হানির সঙ্গে মালাইকার নাচকে ‘অশ্লীল’ তকমা সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরুর সম্পর্কের গুঞ্জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের ভুল ছিল বলে স্বীকার হাসিনার ! মোহনপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তানোরের কলমা ইউপির ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে হালাল রুজির অন্বেষণ করতে হবে - ইয়াকুব আলী নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পুরুষদেরও এই অভিজ্ঞতা হওয়া উচিত: রাশমিকা নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার রাজশাহী’র রাজপাড়া সীমান্ত হতে ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী আটক শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস এ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা রাজশাহীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক

  • আপলোড সময় : ০৭-১১-২০২৫ ০২:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৫ ০২:১৯:৩০ অপরাহ্ন
কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক কাজের প্রলোভনে ভারতে পাচারকালে ভারতীয় নাগরিক-সহ ৬জন নারী ও শিশু আটক
মানব পাচারকালে দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে নারী ও শিশু পাচার চক্রের ভারতীয় সক্রিয় সদস্যসহ ছয়জন নারী ও শিশুসহ আটক করেছে।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী উপজেলার রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ী তল্লাশী চালিয়ে ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রামের সুতিশ বর্মনের ছেলে সংঘবদ্ধ মানব, নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল বর্মন (২৯),  নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ী গ্রামের ওমর বর্মনের মেয়ে জলি রানী (৩০), একই এলাকার মিঠু চন্দ্রের মেয়ে তনুশ্রী রানী (১০) ও রাজশ্রী রানী (৩), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বড়চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী বিজন কুমার দাস (৫৫) এবং শ্রী বিজন কুমার দাসের স্ত্রী শ্রীমতি লিপি রানী দাস (৪৭)।

জানা যায়, ফুলবাড়ী উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের রসুলপুর (পলিপাড়া) গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রসুলপুর বিওপি’র টহলদলের সদস্যরা গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সীমান্তের ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের উপস্থিতিতে ওই বাড়ীতে তল্লাশী চালিয়ে নারী ও শিশু পাচারকারী ভারতীয় নাগরিক ও নারী-শিশুসহ ৬জনকে আটক করা করে।

বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, ভারতীয় নাগরিক নেপাল বর্মন ২০২২ সাল থেকে ভারতীয় পাসপোর্ট ব্যবহারকরে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ থেকে মানব, নারী ও শিশু পাচার করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২২ অক্টোবর হিলি চেকপোর্ট দিয়ে বৈধভাবে বাংলাদেশে এসে বাংলাদেশী নাগরিক দুই সন্তানের জননী মৃত মিঠু চন্দ্রের স্ত্রী জলি রানীর সাথে প্রেমের সম্পর্কে গড়ে তোলে এবং ২৬ অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করে।

পরবর্তীতে পাচারের উদ্দেশ্যে তার বিবাহিত স্ত্রী জলি রানীকে তার দুই সন্তানসহ এবং বিজন কুমার দাস ও তার স্ত্রী শ্রীমতি লিপি রানীকে ভারতে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে গত ৪ নভেম্বর ফুলবাড়ী উপজেলার রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে নিয়ে আসে। এরপর ৪ নভেম্বর নেপাল বর্মন বৈধভাবে ভারতে গমন পূর্বক পুনরায় ৫ নভেম্বর হিলি চেকপোর্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী ও শিশুসহ ৫জনকে ভারতে পাচারের জন্য রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়ীতে আসে। এর পরপরই বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন রসুলপুর বিওপি’র টহলদলের সদস্যরা বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশু পাচারকারী ভারতীয় নাগরিক নেপাল বর্মন ও নারী ও শিশুসহ ৬জনকে আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটককৃতদের বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা গেছে, মানব, নারী ও শিমু পাচারকারী সদস্য দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারের মো. ভোলা, মো. রোস্তম ও মো. শহিদুলের যোগসাজসে ভারতীয় পাচারকারী নেপাল বর্মন বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে মানব, নারী ও শিমু পাচার করে থাকে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা সতর্ক ও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দপূর্বক মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভারতীয় বিএসএফ ব্যাটালিয়নকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, বিজিবি’র পক্ষ থেকে মানব ও নারী-শিশু পাচার আইনে শুক্রবার (৭ নভেম্বর) একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত

চারঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিএনপির ৩ কর্মী নিহত