জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া কি বাগদান সেরে ফেললেন? ক্যামেরার লেন্সের বাইরে গিয়ে জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া বাগদান সেরে ফেললেন কি না, তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কেন এই গুঞ্জন শুরু হয়েছে জানেন?
অনন্যা পান্ডে, ওরি, নাইসা দেবগণ, কনিকা কাপুরদের দেখা যায় একটি হাই প্রোফাইল সঙ্গীতের অনুষ্ঠানে। আর সেখানেই জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়াকে দেখা যায় একসঙ্গে। যে ফুটেজ সামনে আসতেই অনেক তরফেই দাবি করা হয়, জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া হয়ত বাগদান সেরে ফেলেছেন।
তবে পরে জানা যায়, দিয়া শ্রফের মেহেন্দির অনুষ্ঠানে হাজির হয় বলিউড তারকারা। অনন্যা পান্ডের প্রিয় বান্ধবী হিসেবে পরিচিত দিয়া শ্রফ। আর সেই দিয়া শ্রফের মেহেন্দির অনুষ্ঠানেই জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া একসঙ্গে হাজির হন। ওই অনুষ্ঠানেই তাঁদের দেখে বাগদানের গুঞ্জন শুরু হয়। যা একেবারেই সত্যি নয় বলে জানা যায়।
অনন্যা পান্ডে, ওরি, নাইসা দেবগণ, কনিকা কাপুরদের দেখা যায় একটি হাই প্রোফাইল সঙ্গীতের অনুষ্ঠানে। আর সেখানেই জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়াকে দেখা যায় একসঙ্গে। যে ফুটেজ সামনে আসতেই অনেক তরফেই দাবি করা হয়, জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া হয়ত বাগদান সেরে ফেলেছেন।
তবে পরে জানা যায়, দিয়া শ্রফের মেহেন্দির অনুষ্ঠানে হাজির হয় বলিউড তারকারা। অনন্যা পান্ডের প্রিয় বান্ধবী হিসেবে পরিচিত দিয়া শ্রফ। আর সেই দিয়া শ্রফের মেহেন্দির অনুষ্ঠানেই জাহ্নবী এবং শিখর পাহাড়িয়া একসঙ্গে হাজির হন। ওই অনুষ্ঠানেই তাঁদের দেখে বাগদানের গুঞ্জন শুরু হয়। যা একেবারেই সত্যি নয় বলে জানা যায়।
বিনোদন ডেস্ক