ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় নগরীর চন্দ্রিমায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, আহত ৫ উচ্চ শিক্ষা অর্জন করে অনলাইনে প্রতারণা, অতঃপর গ্রেপ্তার শরীয়তপুরে পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু ইয়াকুব আলী মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা চলতি বছর অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে ১৮ হাজার বাংলাদেশি: রাষ্ট্রদূত ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গা, ৩১ বন্দির মৃত্যু শিশুর লালন-পালনে ইসলাম যে নির্দেশনা দিয়েছে দুর্বল হয়ে পড়েছে টাইফুন ‘ফাং-ওং’, ফিলিপাইনে চার জনের মৃত্যু তামান্নার কোমরের খাঁজে আজও পিছলে যায় পুরুষের হৃদয়! আদৌ কি তাঁর শরীর ‘ন্যাচারাল’? একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে: মির্জা ফখরুল ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অনিক হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত সুন্দরবনে ট্রলার ডুবে নিখোঁজ প্রবাসী পর্যটকের মরদেহ উদ্ধার শীতে তরতাজা থাকতে সকালে ১০ মিনিট করুন ৫ ব্যায়াম মরসুম বদলের সময় ব্রণের সমস্যা বেড়েছে? ৫ ভুল এড়িয়ে চলা দরকার ৫ লক্ষ টাকার জালিয়াতি কাণ্ডে নাম জড়াল নেহা কক্কড়ের! অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান

হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৩:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৩:০৫:০৪ অপরাহ্ন
হ্যাটট্রিকে উজ্জ্বল লেওয়ানডস্কি, রিয়ালের হোঁচট খাওয়ার ফায়দা নিল বার্সা রবার্ট লেওয়ানডস্কি। ছবি: সংগৃহীত
রিয়াল মাদ্রিদের আটকে যাওয়ার সুযোগ নিল বার্সেলোনা। রবিবার রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জিতে লা লিগায় পয়েন্টের ব্যবধান কমিয়ে আনল হান্সি ফ্লিকের দল। নায়ক রবার্ট লেওয়ানডস্কি—৩৭ বছর বয়সেও হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, ধার এখনও অটুট, একচুল কমেনি!

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল বার্সা। ১০ মিনিটে পেনাল্টি থেকে লেওয়ানডস্কি দলকে এগিয়ে দেন। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় সেল্টা। প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলছিল। মার্কাস র‍্যাশফোর্ডের গোলের সুযোগ নষ্ট হতেই দ্রুত কাউন্টার অ্যাটাকে যায় সেল্টা, আর সার্জিও ক্যারেইরা লড়াইয়ে সমতা ফেরান!

ফ্লিকের দল এদিন নেমেছিল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া। যদিও মাঠে তার কোনও ছাপ দেখা যায়নি। ৩৭ মিনিটে র‍্যাশফোর্ডের ক্রস থেকে লেওয়ানডস্কির দ্বিতীয় গোল আসে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আবার লড়াইয়ে সমতা ফেরে—এবার গোলদাতা বরহা ইগলেসিয়াস।

প্রথমার্ধের শেষদিকে র‍্যাশফোর্ডের ডিফ্লেক্টেড ক্রস লামিন ইয়ামালের পায়ে এসে পৌঁছয় আর ১৭ বছরের তরুণ উইঙ্গার ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে পাঠান। বিরতির আগে স্কোরলাইন ৩-২ বার্সার পক্ষে।

দ্বিতীয়ার্ধে গতি কিছুটা কমলেও নিয়ন্ত্রণ ছিল ইয়ামালদের হাতে। বল দখলে আধিপত্য বজায় রেখে চাপ বাড়াতে থাকে তারা। ৭৩ মিনিটে র‍্যাশফোর্ডের কর্নার থেকে হেডারে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন লেওয়ানডস্কি। মরশুমের সপ্তম লিগ গোল, তাও মাত্র চারটি ম্যাচে শুরুতে মাঠে নেমে!

শেষদিকে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে। কিন্তু ততক্ষণে তিন পয়েন্ট নিশ্চিত। ফ্লিক ম্যাচ শেষে বলেন, ‘আঘাত সেরে ফিরে আসার পর আমি একদম আলাদা লেওয়ানডস্কিকে দেখছি—আত্মবিশ্বাসী, ফিট এবং আগ্রাসী।’আর পোলিশ স্ট্রাইকারের কথায়, ‘এটা এই মরসুমের সবচেয়ে অদ্ভুত ম্যাচগুলোর একটি। তবে জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন রিয়ালের সঙ্গে ব্যবধান কমে এসেছে!’

অন্যদিকে, দিনের অন্য ম্যাচে মাদ্রিদ রায়ো ভায়েকানোর মাঠে আটকে যায়। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র কিংবা জুড বেলিংহ্যাম—কেউই কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে পারেননি। কোচ জাবি আলোনসোর দলের এটা দু’নম্বর ড্র। সেটাও গোলশূন্য!

রিয়ালের পয়েন্ট খোয়ানোর ফলে লা লিগার খেতাবি লড়াই আবারও জমে উঠল। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। যারা ট্রফি নিজেদের হাতে রাখার জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান

আরএমপি পুলিশের পরিদর্শক পদে পদোন্নতি প্রাপ্তদের র‌্যাংক ব্যাজ প্রদান