সময় যতই যাচ্ছে ততই যেন সম্পর্কের ভিত আলাদা হচ্ছে। বাড়ছে পরকীয়া। সম্পর্কের টানাপড়েন নিয়ে এবার কথা বললেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সম্প্রতি একটি টক শো-তে টুইঙ্কেল খান্না এই প্রসঙ্গে মন্তব্য করেন।
টুইঙ্কেল মনে করেন, এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়। কারণ, লোকে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামায় না আজকের প্রজন্ম।তার দাবি, আগেকার দিনের মানুষেরা পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন।
এই কথা শুনে কার্যত হতচকিত হয়ে যান কাজল এবং অনন্যা। টুইঙ্কেল যেভাবে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন, আজকের প্রজন্মকে এত দ্রুত মনের মানুষ বদলের ক্ষেত্রে আরও একটু ভাবনাচিন্তার পরামর্শ দিয়েছেন দুজন।
এদিকে টুইঙ্কেলের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন অভিনেত্রীর এই জবাব নিঃসন্দেহে অত্যাধিক বুদ্ধিদীপ্ত।
আবার কারও কারও দাবি, তিনি আদতে খুবই বাজে কথা বলেছেন। আজকের প্রজন্ম নিয়ে যে তার ভাবনাচিন্তা মোটেও ভালো নয়, এই মন্তব্য সে প্রমাণ দেয় বলেই দাবি বহু নেটিজেনের।
তবে টুইঙ্কেলের সমর্থকের সংখ্যাও কম নয়। কেউ কেউ দাবি করেন, সত্যিই বর্তমানে সম্পর্কের বুনন অনেক আলাদা হয়ে গেছে। তাই ক্রমাগত বাড়ছে বিচ্ছেদ।
বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের অধিকাংশ এখন স্বনির্ভর। তাই সম্ভবত বিচ্ছেদ বাড়ছে বলেই দাবি তাদের।
টুইঙ্কেল মনে করেন, এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়। কারণ, লোকে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামায় না আজকের প্রজন্ম।তার দাবি, আগেকার দিনের মানুষেরা পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন।
এই কথা শুনে কার্যত হতচকিত হয়ে যান কাজল এবং অনন্যা। টুইঙ্কেল যেভাবে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন, আজকের প্রজন্মকে এত দ্রুত মনের মানুষ বদলের ক্ষেত্রে আরও একটু ভাবনাচিন্তার পরামর্শ দিয়েছেন দুজন।
এদিকে টুইঙ্কেলের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন অভিনেত্রীর এই জবাব নিঃসন্দেহে অত্যাধিক বুদ্ধিদীপ্ত।
আবার কারও কারও দাবি, তিনি আদতে খুবই বাজে কথা বলেছেন। আজকের প্রজন্ম নিয়ে যে তার ভাবনাচিন্তা মোটেও ভালো নয়, এই মন্তব্য সে প্রমাণ দেয় বলেই দাবি বহু নেটিজেনের।
তবে টুইঙ্কেলের সমর্থকের সংখ্যাও কম নয়। কেউ কেউ দাবি করেন, সত্যিই বর্তমানে সম্পর্কের বুনন অনেক আলাদা হয়ে গেছে। তাই ক্রমাগত বাড়ছে বিচ্ছেদ।
বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের অধিকাংশ এখন স্বনির্ভর। তাই সম্ভবত বিচ্ছেদ বাড়ছে বলেই দাবি তাদের।
তামান্না হাবিব নিশু