‘কাস্টিং কাউচ’ বলিউডের অতি পরিচিত এক অভিযোগ। নিজেদের সঙ্গে ঘটা এমন ঘটনা নিয়ে একের পর এক মুখ খুলছেন অভিনেত্রীরা।
এ বার সেই ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘হেট স্টোরি’ খ্যাত সুরভীন চাওলার। তবে এ বার সুরভীনের নিশানায় দক্ষিণী ইন্ডাস্ট্রি। একাধিক বার চেষ্টা করেছেন সেখানে, তবে শিকে ছেঁড়েনি তাঁর। অভিনেত্রী সাফ বলেন, ‘‘আমাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছিল, নয়তো কিছু যে নড়বে না!’’
দক্ষিণী সিনেমায় কাজ করতে গেলে নাকি ওজন বাড়াতেই হবে। এক সাক্ষাৎকারে সুরভীন বলেন, ‘‘আমাকে বলা হয়, তুমি বড্ড রোগা। তোমার তো বুক নেই। ওজন না বাড়ালে কিছুই তো নড়বে না।
যদিও আমাদের সময় সহবতের অভাব ছিল। এখনও এই কথাগুলো বলা হয়। তবে মোড়কটা পাল্টে গিয়েছে।’’ তবে এখানেই ক্ষান্ত না হয়ে সুরভীনকে তাঁরা বলেন, ‘‘দক্ষিণে এলে ওজন বাড়াতে হবে। বলিউড গেলে ওজন কমাতে হবে।’’
এরপর তাই দক্ষিণী সিনেমায় খুব বেশি চেষ্টা না করে সুরভীন বলিউডের মতো নিজেকে তৈরি করেন। একের পর এক ওয়েব সিরিজ়ে সুযোগও পেয়েছেন অভিনেত্রী।
এ বার সেই ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য ‘হেট স্টোরি’ খ্যাত সুরভীন চাওলার। তবে এ বার সুরভীনের নিশানায় দক্ষিণী ইন্ডাস্ট্রি। একাধিক বার চেষ্টা করেছেন সেখানে, তবে শিকে ছেঁড়েনি তাঁর। অভিনেত্রী সাফ বলেন, ‘‘আমাকে ওজন বাড়াতে বলা হয়েছিল। সেই সঙ্গে বলা হয়েছিল, নয়তো কিছু যে নড়বে না!’’
দক্ষিণী সিনেমায় কাজ করতে গেলে নাকি ওজন বাড়াতেই হবে। এক সাক্ষাৎকারে সুরভীন বলেন, ‘‘আমাকে বলা হয়, তুমি বড্ড রোগা। তোমার তো বুক নেই। ওজন না বাড়ালে কিছুই তো নড়বে না।
যদিও আমাদের সময় সহবতের অভাব ছিল। এখনও এই কথাগুলো বলা হয়। তবে মোড়কটা পাল্টে গিয়েছে।’’ তবে এখানেই ক্ষান্ত না হয়ে সুরভীনকে তাঁরা বলেন, ‘‘দক্ষিণে এলে ওজন বাড়াতে হবে। বলিউড গেলে ওজন কমাতে হবে।’’
এরপর তাই দক্ষিণী সিনেমায় খুব বেশি চেষ্টা না করে সুরভীন বলিউডের মতো নিজেকে তৈরি করেন। একের পর এক ওয়েব সিরিজ়ে সুযোগও পেয়েছেন অভিনেত্রী।