ঢাকা , বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন সলঙ্গায় ফেনসিডিলসহ ২ মাদক কারবারী গ্রেফতার ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ তরুণদের নেতৃত্বে নতুন জাগরণ ঘটেছে, কানাডিয়ান পার্লামেন্টারি দলকে প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর থেকে আসবে ৫০ হাজার টন চাল রাণীনগরে ইটভাটা বন্ধের প্রতিবাদে মালিক-শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান টেস্টে জয়ের দ্বিতীয় শতক নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান: সালাহউদ্দিন পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার রানা প্লাজা ছিল আ.লীগের তৈরি ট্র্যাজেডি: প্রেস সচিব ৫ ডাম্বেল এক্সারসাইজেই মালাইকা ধরে রেখেছেন টোনড বডি শীতে সর্দি-কাশি থেকে বাঁচাতে পারে পোড়া আমলকির চাটনি! ৭৫ কোটি টাকার কর ফাঁকিতে সহায়তা, যে শাস্তি পেলেন এনবিআর কর্মকর্তা গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও ‘পেট্রলবোমা’ নিক্ষেপ ইসলামে আত্মীয়তার সম্পর্ক রক্ষার গুরুত্ব

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো কর্তৃপক্ষ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ নেতা আবু তাহেরকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ওপর হামলা, হলে নির্যাতন এবং হুমকির অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী আবু তাহেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাই মাসে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু তাহের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাদের ওপর হামলায় অংশ নেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি তিনি গোপনে ক্যাম্পাসে ফিরে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা আবু তাহেরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জবাবদিহি চায় এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায় এবং পরে মতিহার থানা পুলিশে কাছে সোপর্দ করেন। 

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আবু তাহের ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের একজন কর্মী হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের তোলা বিভিন্ন অভিযোগ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, সম্প্রতি আবু তাহের ফেসবুকে আওয়ামী লীগের একটি কর্মসূচি নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট-২০২৪ ছাত্র/জণতার উপর হামলার অভিযোগ রয়েছে। 

বুধবার দুপুর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন