রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রিমেল ইসলাম (২৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার চৌমহুনী বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো: রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: আবু সামার ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার (১৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে জিপার ব্যাগে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার চৌমহুনী বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মো: রিমেল ইসলাম (২৯)। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মো: আবু সামার ছেলে।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার (১৩ নভেম্বর ২০২৫) দিবাগত রাত সোয়া ১২টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স চৌমহুনী বাজার এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে আগত এক ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে জিপার ব্যাগে রাখা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তি জানায় সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :