ঢাকা , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার নগরীতে ১২ লাখ টাকার হেরোইনসহ ডিবির জালে মাদক কারবারী সাবিনা সিংড়ায় বিএনপির গ্রীন সিগন্যালে সবচেয়ে বেশি খুশি আওয়ামীলীগ, দাউদার মাহমুদ গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ? হেফাজতে আসামির বক্তব্যে ঝড়, তলব আরএমপি কমিশনার থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন অপরাধীদের হাতিয়ার, নির্বাচন ঘিরে বিশেষ অভিযানে পুলিশ-র‍্যাব রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ: জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণভোটের দাবি পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী, আটক রত্না ক্যারিয়ারের শুরুতে কুপ্রস্তাব, জনপ্রিয় মারাঠি অভিনেত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতা সীতাকুণ্ডে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭ স্বামীর দেওয়া বিষে ৭ মাসের লড়াই শেষে মারা গেলেন আসমানি ​৭ই নভেম্বর ও ২৪’র চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে- মামুন নগরীতে বিচারকের ছেলে খুন: পরকীয়া প্রেমিকের আকুতি আমি যদি পরকীয়া করি, ওনিও পরকীয়া করেছে... উনারেও সাজা হওয়া উচিৎ খসখসে রুক্ষ ত্বকের যাতনা থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন ৩টি ক্রিম নারীর প্রতি সহিংসতা ও শারীরিক নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান হত্যার পর ২৬ টুকরা, যে কারণে খুন হন আশরাফুল ভোটে এগিয়ে মিথিলা, ইতিহাসের পথে বাংলাদেশ ঘুমানোর আগে যে দোয়া পড়লে ইমানি মৃত্যু লাভ হয় সিরাজগঞ্জে জমে উঠেছে ‘মানুষ বিক্রির হাট’

গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ?

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০২:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০২:০৭:৪১ অপরাহ্ন
গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ? গোদাগাড়ীতে তারেকের বিক্ষোভ নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া ?
রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী)এই ভিআইপি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভিআইপি মর্যাদা সম্পন্ন হেভিওয়েট নেতৃত্ব মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।তিনি বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাকমন্ত্রী ও অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই।এছাড়াও তিনি ছিলেন সহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তা প্রধান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য।

বিএনপির রাজনীতিতে ব্যারিস্টার পরিবার অপ্রতিদন্দী নেতৃত্ব। অন্যরা রাজনীতি করে যেখানে পৌঁচ্ছাতে চাই, সেখান থেকে রাজনীতিতে মেজর জেনারেল অবঃ শরিফ 

জানা গেছে, চাকরি জীবনে তিনি ২০০৩ সালের ১ মার্চ প্রধানমন্ত্রীর প্রশংসাপত্র। ১৯৯৭ সালের ২৮ জুলাই জাতিসংঘ পদক। ১৯৮৫ সালের ২০ জুলাই নিরাপত্তা পদক। ১৯৮৭ সালের ৮মে জৈষ্ঠতা পদক। ১৯৮৮ সালের ১৫ সেপ্টেম্বর প্লাবন পদক। ১৯৮৯ সালের ১ আগষ্ট দাবানল পদক।১৯৯১ সালের ৩০ এপ্রিল ঘুর্ণিঝড় পদক। ১৯৯৬ সালের ১৩ এপ্রিল সিলভার যুবলী পদক। ১৯৯৭ সালের ২০ জুন দ্বিতীয়বার জৈষ্ঠতা পদক। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল সংসদ নির্বাচক পদক। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল সুবর্ণ জয়ন্তী পদক। ১৯৯৮ সালের ১৭ মার্চ সংসদ নির্বাচক পদক (দ্বিতীয়) এবং ১৯৯৮ সালের ১৭ মার্চ রক্তদাতা পদক অন্যতম। অথচ বিএনপির রাজনীতি করার অপরাধে  শরিফ উদ্দিনকে বাধ্যতামুলক অবসরে পাঠায় আওয়ামী লীগ সরকার।

অথচ শরিফ উদ্দিনের মতে মর্যাদা সম্পন্ন হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ও নিজের মনোনয়নের দাবিতে এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক গোদাগাড়ীতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ  ও বিক্ষোভ সমাবেশ করেছেন। এদিকে তারেকের করা বিক্ষোভ সমাবেশ নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে,উঠেছে সমালোচনার ঝড়, বইছে মুখরোচক নানা গুঞ্জন, প্রতিনিয়ত গুঞ্জনের ডালপালা মেলছে। অনেকে বলছে, এরা কি দলের ভালো চাই, যদি ভালো চাইতো তবে দল, নেতা ও নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে দলীয় সিদ্ধান্ত মেনে নিতো।

রাজশাহী-১ আসনে তানোর ও গোদাগাড়ী উপজেলায় ৪টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) রয়েছে। এদিন সুলতানুল ইসলাম তারেকের বিক্ষোভ সমাবেশে এই ২০টি ইউনিটের বিএনপির দায়িত্বশীল কতজন নেতাকর্মী ছিলেন ? তাহলে তিনি কাদের নিয়ে বিক্ষোভ করলেন ? মনোনয়ন ঘোষণার এতোদিন পরে হঠাৎ করে তিনি কেনো এমন বিক্ষোভ করলেন ? এই বিক্ষোভের উদ্দেশ্যে কি ? ইত্যাদি হাজারো প্রশ্ন উঠেছে নেতাকর্মীদের মনে।

এদিকে তৃণমুলের নেতাকর্মীরা বলছে, সুলতানুল ইসলাম তারেকের বিক্ষোভ করা এটা বিএনপির নীতিনির্ধারণী মহল ও তারেক জিয়াকে প্রত্যক্ষ-পরোক্ষ চ্যালেন্জ করার সামিল। কারণ মনোনয়ন দেন নীতিনির্ধারণী মহল, মনোনয়ন বোর্ড ও দলীয় প্রধান। তাহলে যিনি মনোনয়ন পান তিনি বিএনপি বা তারেক জিয়ার মনোনিত ব্যক্তি,তিনি তো সেই এলাকার জনগণের কাছে তারেক জিয়ার মনোনিত প্রতিনিধি তায় নয় কি ? যদি সেটা হয়, তাহলে সুলতানুল ইসলাম তারেকের করা বিক্ষোভ সমাবেশ  প্রত্যক্ষ-পরোক্ষ দল ও দলীয় প্রধানের বিরুদ্ধে নয় কি ? দলের আদর্শিক কেউ নৈতিকভাবে এটা করতে পারেন কি ? যিনি দলের নীতিনির্ধারণী মহল বা দলীয় প্রধানের সিদ্ধান্ত মানেন না তিনি তো দলের আদর্শিক নেতা হতে পারেন না।

এছাড়াও বিক্ষোভ সমাবেশ করে যদি এক জনের মনোনয়ন বাতিল করে অন্যজন মনোনয়ন পায়, তাহলে দলের চেইন অব কমান্ড বলে কিছু থাকে না।এটা হলে সবাই দলীয় সিদ্ধান্ত অম্যান্য করে বিক্ষোভ সমাবেশ করতে মরিয়া হয়ে উঠবে।তাহলে দলের চেইন অব কমান্ড বলে কিছু থাকবে না।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, বিএনপি হলো আমজনতা নির্ভর ও দেশের সর্ববৃহত এবং সব চাইতে বেশী জনপ্রিয় রাজনৈতিক দল, ৯০ গণআন্দোলন থেকে শুরু করে জুলাই বিপ্লবসহ
দেশের যতো অর্জন-উন্নয়ন এই দলের নেতৃত্বেই এসেছে।
বিএনপির বিরোধিতা ও বিএনপি থেকে বেরিয়ে এসে অনেক হেভিওয়েট নেতা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। তাহলে তারেকের মতো একজন নেতা কি বিবেচনায় একের পর এক দলীয় প্রধানের সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নেয়।
তার খুঁটির জোর কোথায় ? এর নেপথ্যের মদদ দাতাই বা কারা ? তবে কি তিনি দলীয় প্রধানের থেকে ক্ষমতাধর বা শক্তিশালী, যদি সেটা না হয় তাহলে এখানো কেনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না ইত্যাদি প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
অন্যদিকে এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেক ধানের শীষের মনোনয়ন বঞ্চিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে যে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন। সেটা প্রত্যক্ষ-পরোক্ষ দলীয় প্রধানের বিরুদ্ধেই যায়। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, ধানের শীষ প্রতিকের মালিক আপোষহীন নেত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি যাকে যোগ্য মনে করেছেন তাকেই ধানের শীষ  প্রতিক দিয়েছেন এটা নিয়ে দ্বিমতের কোনো সুযোগ নাই। এবিষয়ে স্থায়ী কমিটির সদস্য, জেলা, উপজেলা বা যে কোনো পর্যায়ের নেতার কোনো হাত নেই। স্থানীয়রা বলছে, দলীয় প্রধানের মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেয়া মানে দলের বিরুদ্ধেই অবস্থান নেয়া বা দলীয় প্রধানকে চ্যালেন্জ করা।অন্যদিকে যে ব্যক্তি দলের আদর্শ ধারণ করে না,দলীয় সিদ্ধান্ত বিশ্বাস করে না ও মানে না,তাকে দল কি বিবেচনায় বিশ্বাস করবে ?
এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় এ্যাডঃ সুলতানুল ইসলাম তারেকের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার

পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার