ঢাকা , রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ , ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড নাটোরে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ মতিহারে রাবি ছাত্রলীগের নেতার বাড়িতে দূর্বৃত্তদের তাণ্ডব, ভাঙচুর ও ককটেল হামলা রাজশাহীতে নকল স্বর্ণ দেখিয়ে অভিনব প্রতারণা, আটক ৩ পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন প্রকৌশলী না ‘সশস্ত্র’ সম্রাট: পদ্মার চরে ‘কাকন বাহিনী’র রহস্যময় উত্থান পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত বিচারকপুত্র হত্যা: আসামির ভিডিও ভাইরাল, দায়িত্বে অবহেলায় আরএমপির ৪ পুলিশ বরখাস্ত নগরীতে পুলিশের অভিযানে আটক -১৭ পরিবার ও সমাজের প্রত্যাশা পূরণে নিজেকে প্রস্তুত করতে হবে, পুলিশ কমিশনার রাজশাহী দায়রা জজের ছেলে হত্যার ঘটনায় ৪ পুলিশ সদস্য বরখাস্ত মতিহারে ট্রাকচাপায় রাজশাহী কলেজছাত্রের মৃত্যু, বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ​রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর পবায় আলু সংরক্ষণ নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ: হিমাগার মালিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি’র উদ্বোধন করলেন উপদেষ্টা ট্রাকের চাপায় কলেজছাত্র নিহত: রাজশাহীর চৌদ্দপাইয়ে বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন মোহনপুরে ঘাসিগ্রাম ইউনিয়নে বিএনপি’র উঠান বৈঠক এনায়েতবাজারে আকাশ ঘোষ হত্যা: প্রধান অভিযুক্ত সানিসহ তিনজনকে র‌্যাবের গ্রেফতার সিংড়ায় শীতের আগমনে ভীড় বাড়ছে লেপ তোষকের দোকানে

পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন

  • আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৪:৫৯:৫৫ অপরাহ্ন
পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন পদোন্নতির দাবিতে রাজশাহী কলেজে শিক্ষকদের মানববন্ধন ও ক্লাস বর্জন
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষকদের দীর্ঘদিনের স্থগিত থাকা পদোন্নতি দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে মানববন্ধন করেছেন রাজশাহী কলেজের শিক্ষকেরা। 

রবিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা পদোন্নতি নিয়ে বছরের পর বছর ধরে চলা প্রশাসনিক জটিলতা এবং দীর্ঘসূত্রতার তীব্র সমালোচনা করেন।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকেরা বলেন, প্রশাসনিক জটিলতার কারণে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বিপুলসংখ্যক কর্মকর্তা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া অযথা বিলম্বিত হওয়ায় অনেক কর্মকর্তা বছরের পর বছর একই পদে কর্মরত থাকতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের কর্মস্পৃহা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যাটি দেশব্যাপী শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে।

বক্তারা আরও উল্লেখ করেন, যেখানে বিসিএসের অন্যান্য ক্যাডারে নিয়মিত পদোন্নতি হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারে পদোন্নতির প্রক্রিয়া অত্যন্ত ধীর। বছরের পর বছর ধরে পদোন্নতি আটকে থাকায় অনেক শিক্ষক পদোন্নতি ছাড়াই অবসরে চলে যাচ্ছেন, যা অত্যন্ত হতাশাজনক। এই অচলাবস্থা দূর করতে তারা সরকারের সর্বোচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন। তারা বলেন, আমাদের দাবি যৌক্তিক এবং ন্যায্য। আমরা আমাদের অধিকার চাইছি, কোনো করুণা নয়।

শিক্ষকেরা হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত তাদের পদোন্নতির দাবি মেনে না নেওয়া হলে তারা বিভিন্ন ধাপে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন। মানববন্ধন শেষে শিক্ষকেরা ক্যাম্পাসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ থাকে।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে দীর্ঘসূত্রতার অভিযোগ বহুদিনের।

বিভিন্ন সময়ে এ নিয়ে শিক্ষকেরা দাবি জানিয়ে আসলেও এর কোনো স্থায়ী সমাধান হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড

রাজশাহীতে ওএমএসের চালসহ মুদি দোকানি আটক, ব্যবস্থা নেয়ার কথা বললেন ডিসি ফুড