চট্টগ্রামে পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি এবং অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলার আনোয়ারা ও ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা (২৭) এবং ফেনী জেলার সোনাগাজী থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (২২)।
র্যাব-৭ এর সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার (মামলা নং-১২(৬)২৫) প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার দুপুর পৌনে ১টার দিকে আনোয়ারা থানাধীন বটতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ সাইফুল ইসলাম বাদশাকে গ্রেপ্তার করা হয়। বাদশা বটতলী এলাকার মৃত ছিদ্দিক আহমেদ প্রকাশ নাশু মিয়ার ছেলে।
অপর এক অভিযানে, র্যাব-৭ ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা থেকে জহিরুল ইসলাম নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী থানাধীন পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার সুজল হকের ছেলে এবং একটি অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) চট্টগ্রাম জেলার আনোয়ারা ও ফেনী জেলার সোনাগাজী থানা এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা (২৭) এবং ফেনী জেলার সোনাগাজী থানার অপহরণ ও ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (২২)।
র্যাব-৭ এর সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি ধর্ষণ মামলার (মামলা নং-১২(৬)২৫) প্রধান আসামি মোঃ সাইফুল ইসলাম বাদশা চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল শনিবার দুপুর পৌনে ১টার দিকে আনোয়ারা থানাধীন বটতলী এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ সাইফুল ইসলাম বাদশাকে গ্রেপ্তার করা হয়। বাদশা বটতলী এলাকার মৃত ছিদ্দিক আহমেদ প্রকাশ নাশু মিয়ার ছেলে।
অপর এক অভিযানে, র্যাব-৭ ফেনী জেলার সোনাগাজী থানা এলাকা থেকে জহিরুল ইসলাম নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী থানাধীন পশ্চিম সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি সুলতানপুর এলাকার সুজল হকের ছেলে এবং একটি অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি ছিলেন।
র্যাব-৭ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক