ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনয়ের দ্যুতি ও সাম্প্রতিক আলোচনায় কাজল পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫ বছরের পলাতক হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার নাইটি পরে স্বস্তিকার ছবি! অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি যেদিন গ্রেপ্তার, সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা হাসিনার মৃত্যুদণ্ড একটি মাইলফলক রায়: সালাহউদ্দিন আহমদ সমাজমাধ্যমের নেশা দাম্পত্য জীবন নষ্ট করছে পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে যেসব খাবার থাকা জরুরি বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার শেখ হাসিনার রায়ে জনতার উল্লাস তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা 'শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে': আইন উপদেষ্টা আদালত ও জাতির কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:০২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:০২:৪৭ অপরাহ্ন
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এই আহ্বান জানান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আম্মার তার পোস্টে লেখেন, ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। তিনি শাহবাগ, টিএসসিসহ সকল ছাত্র-জনতাকে ধানমন্ডি ৩২-এর দিকে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আরেকটা কথা মনে করিয়ে দিই আজ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।

আম্মারের এই আহ্বানের প্রতিক্রিয়ায় নুসরাত জাহান নামের একজন জুলাইযোদ্ধা হিসেবে পরিচিত আন্দোলনকারী পাল্টা প্রশ্ন তুলেছেন। আম্মারের নিজের অনুপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, কেন রে ভাইয়া? আগেরবার তুমি কি ছিলে ৩২ যখন ভাঙ্গে? তুমি কি জানো আগেরবার যারা গেছে সবার লিস্ট হইছে?

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে বিপদের মুখে না ফেলে নেতাদের আগে এগিয়ে আসা উচিত। নুসরাত লেখেন, খালি পোস্ট করে জনগণকে এসবে না টানলেই হয় না? তোমরা বড় মানুষ বড় নেতা কিন্তু সাধারণ জনগণ আবেগে পরে তুমাদের কথায় গিয়ে, আওয়ামী লীগের লিস্টে নাম তুললে পরে তুমাদের পাওয়া যাবে তো? আগে তুমরা যারা নেতারা আছো ৩২ এ উপস্থিত হও ভাইয়া তার পর সবাইকে ডাকো।

এর জবাবে সালাউদ্দিন আম্মার বলেন, জয় আর আওয়ামী পেইজে সবচেয়ে বেশি নাম আছে আমার, তো এইসব আবেগ আমাকে দেখিয়ে লাভ নাই। তিনি তার অবস্থানে অনড় থেকে বলেন, ধানমন্ডি-৩২ রাখা যাবেনা এটা ক্লিয়ার কথা, সময়ের সাহসী সন্তানরাই সেখানে যাবে।

এ ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। উল্লেখ্য, এর আগেও ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুরের শিকার হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার