ঢাকা , সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনয়ের দ্যুতি ও সাম্প্রতিক আলোচনায় কাজল পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইংরেজী বিভাগের গবেষণা সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫ বছরের পলাতক হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার সীতাকুণ্ডে হত্যা মামলার পলাতক আসামি আবু তাহের গ্রেফতার নাইটি পরে স্বস্তিকার ছবি! অটোরিকশার মোটরে ওড়না পেঁচিয়ে নারীর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু ‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি যেদিন গ্রেপ্তার, সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা হাসিনার মৃত্যুদণ্ড একটি মাইলফলক রায়: সালাহউদ্দিন আহমদ সমাজমাধ্যমের নেশা দাম্পত্য জীবন নষ্ট করছে পেটের স্বাস্থ্য ভাল রাখতে ডায়েটে যেসব খাবার থাকা জরুরি বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কে সায় টুইঙ্কলের এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার শেখ হাসিনার রায়ে জনতার উল্লাস তানোরে আমণের বাম্পার ফলনের সম্ভবনা 'শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে': আইন উপদেষ্টা আদালত ও জাতির কাছে ক্ষমা চাইলেন সাবেক আইজিপি মামুন

সমাজমাধ্যমের নেশা দাম্পত্য জীবন নষ্ট করছে

  • আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৪:২১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৪:২১:৩৯ অপরাহ্ন
সমাজমাধ্যমের নেশা দাম্পত্য জীবন নষ্ট করছে ছবি: সংগৃহীত
যা খাচ্ছেন, যা করছেন এমনকি কোন দিন কী পরছেন, দিনের নানা মুহূর্তগুলি ফেসবুক-ইনস্টাগ্রামে ভাগ করেন অনেকেই। সুয়োগ পেলেই সমাজমাধ্যমের পাতায় নজর, কার জীবনে কী ঘটে চলেছে তা দেখার আগ্রহ। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যাটে সর্ব ক্ষণ বুঁদ হয়ে আছেন। সমাজমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি এবং দীর্ঘ সময় অতিবাহিত করার অভ্যাস মানসিক স্বাস্থ্যে প্রভাব তো ফেলছেই, ক্ষতি করছে কাছের সম্পর্কগুলিরও।

সমাজমাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি প্রতি দিনের জীবনে, এমনকী পারিবারিক সম্পর্কে কুপ্রভাব ফেলছে। মানসিক চাপে ভুক্তভোগীদের বড় অংশ চাপ কমানোর জন্য বিজ্ঞাপন দেখে পণ্য ব্যবহার করছেন, কেউ কেউ মদ বা তামাকজাত দ্রব্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ছেন। ভার্চুয়াল বন্ধুর দামি গাড়ি বা সাজানো বাড়ির ছবি মনে ঈর্ষা জাগাচ্ছে, স্নায়ুজনিত উত্তেজনাও তৈরি করছে। অন্যের সঙ্গে তুলনা টানতে টানতে কাছের সম্পর্কগুলি অনেক দূরে চলে যাচ্ছে।

হাত-পা, মন, মস্তিষ্ক সব যেন বন্দি এই ডিজিটাল হাতকড়ায়। পাশে বন্ধু বসে থাকলেও নজর চলে যা ডিজিটাল বন্ধু কী করছে সেই দিকে। ডিজিটাল দুনিয়ার ঘোর থেকে বেরিয়ে সুস্থ জীবন যাপন করার চাবিকাঠি নিজের হাতেই তুলে নিতে হবে। এর জন্য করতে হবে ডিজিটাল উপোস। তবে এই ডিজিটাল উপোস করা অত সোজা নয়। শুরু করতে হবে ধীরে ধীরে।

১) ভাবতে শুরু করুন: সারা দিনে কত বার ফোন দেখেন? টিভি পর্দার দিকে কত ক্ষণ তাকিয়ে থাকেন? ক’ঘণ্টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকেন? আর কত ক্ষণ বাড়ির লোকদের সঙ্গে গল্প করেন? ভার্চুয়াল বন্ধুদের ছেড়ে পাড়ার কিংবা স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে কবে শেষ আড্ডা দিয়েছিলেন? এই প্রশ্নগুলি নিজেকে করে দেখুন। ডিজিটাল উপোস চলছে যখন, অন্য কিছু দিয়ে মন ভরাতে হবে। সে ক্ষেত্রে ভাল সঙ্গী হতে পারে বই। দীর্ঘ ক্ষণ বইয়ে মন না বসলে শুরু করুন রহস্য উপন্যাস বা ছোট গল্পের বই দিয়ে। বাড়ির সদস্যদের ডেকে দাবা বা লুডোর বোর্ড সাজিয়ে বসে পড়তে পারেন। একটু চেষ্টা করে দেখুন। ফোনের ক্যামেরায় না দেখে মনের ক্যামেরায় আশপাশের মানুষের সঙ্গে কাটানো মুহূর্তগুলো বন্দি করে রাখুন। জীবনটা সুন্দর হবে, হতাশাও কাটবে। নতুন নস্ট্যালজিয়া তৈরি হবে।

২) সময় বাঁধুন: প্রত্যেক দিন মোবাইল, টিভি, কম্পিউটার বা ল্যাপটপে কতটা করে সময় দেবেন, সেটা আগে ঠিক করতে হবে। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার থেকে দূরে রাখুন নিজেকে। রাতে ঘুমের আগে ফোন ব্যবহার বন্ধ রাখুন। ঘুমোনোর অনন্ত এক ঘণ্টা আগে থেকেই ফোন নির্দিষ্ট স্থানে রেখে দিন। মুঠোফোনই বেশির ভাগ সময় কেড়ে নেয়। হাতের কাছে ফোন থাকলেই, ফোন না়ড়াচাড়া করতে ইচ্ছে করে।

৩) ছাঁটাই অভিযান: দরকারি অ্যাপ ছাড়া বাকি অ্যাপগুলি ডিলিট করে দিন। মানে ধরুন, গাড়ি ধরার, লোকেশন দেখার মতো দরকারি অ্যাপ রেখে সোশ্যাল নেটওয়র্কিং ও চ্যাট করার অ্যাপ ছাঁটাই করুন। দেখবেন আর ফোনের দিকে তাকাতেও ইচ্ছে করছে না। উপোস শুরু করার সময়ে একটু কড়া তো হতেই হবে।

৪) সঙ্গী খুঁজুন: একা উপোস না করে এক জন সঙ্গী খুঁজুন। তা হলে নিজে যদি কখনও নিজেকে নিয়ন্ত্রণ করতে না-ও পারেন, সে আপনাকে আটকাবে। আর সময় মতো একই সাহায্য আপনিও বন্ধুকে করতে পারেন। ফোন, কম্পিউটার ছেড়ে সেই বন্ধুর সঙ্গে গল্প করে সময়ও কাটাতে পারবেন অনেকটা। বন্ধুবান্ধব, অফিস, বাড়িতে ঘোষণা করে দিন নিজের ডিজিটাল উপোসের কথা। কখনও ভুলে কোনও নিয়ম ভাঙলে আশপাশের লোকজন সতর্ক করতে পারেন।

৫) ফোন ছাড়া ছুটিতে যান: দু’দিনের জন্য ফোন বন্ধ করে ঘুরতে চলে যান। পরবর্তীকালে ছুটি কাটানোর জন্য এমন জায়গা বাছাই করুন যেখানে ফোনের নেটওয়ার্ক ধরে না। তা হতে পারে কোনও জঙ্গল, হতে পারে কোনও পাহাড়ি নির্জন গ্রাম। কাল্পনিক ডিজিটাল জগতে স্বাদ-গন্ধ-স্পর্শ কিছুই নেই। বাস্তব জীবনে বাঁচতে শিখুন। দেখবেন বাস্তবটা অনেক বেশি সুন্দর।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার

ধানমন্ডি ৩২ গুঁড়িয়ে দেওয়ার ডাক দিয়ে তোপের মুখে রাকসু জিএস আম্মার