নাটোরে একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি কাঠবোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার শ্রীকান্ত কুমার (৪৫) নিহত হন। নিহত বড়াইগ্রাম উপজেলার পাটবাড়িয়া গ্রামের মৃত প্রভাশের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাটোর সদর থানার নাটোর-ঢাকা মহাসড়কের দিয়া সাতুরিয়া (শাপলা মোড়) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়াগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ধানবোঝাই ট্রাকের হেলপার শ্রীকান্ত গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে ধানবোঝাই থাকায় ট্রাকটি রেকার দিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সময় ট্রাকে থাকা ধান আনলোড করা হলে ট্রাকটি উদ্ধারপূর্বক ঝলমলিয়া হাইওয়ে থানা, নাটোরের হেফাজতে নেওয়া হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাটোর সদর থানার নাটোর-ঢাকা মহাসড়কের দিয়া সাতুরিয়া (শাপলা মোড়) নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
বনপাড়াগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ধানবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ধানবোঝাই ট্রাকের হেলপার শ্রীকান্ত গুরুতর আহত হলে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকে ধানবোঝাই থাকায় ট্রাকটি রেকার দিয়ে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তী সময় ট্রাকে থাকা ধান আনলোড করা হলে ট্রাকটি উদ্ধারপূর্বক ঝলমলিয়া হাইওয়ে থানা, নাটোরের হেফাজতে নেওয়া হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি :