রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করেছে থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
গ্রেপ্তার মো:আরশাদ আলী (৬০)। আওয়ামীলীগ সমর্থক আরশাদ রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মৃত নওসাদ আলীর ছেলে।
মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১৪ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
নগরীতে পুলিশের অভিযানে আটক ২৪
- আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৩:১০:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৩:১০:২৯ অপরাহ্ন
ফাইল ফটো
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক