ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহারে অটোর চাপায় সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেপ্তারের দাবি নোয়াখালীতে ১১ বছরের শিশুর আত্মহত্যা রাণীশংকৈলে মাদ্রাসার গাছ কাটলেন সুপার-অভিযোগ করলেন সাবেক সভাপতি নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে বাগমারায় নারী সমাবেশ অনুষ্ঠিত রাণীনগরে রেলের উঁচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জিম্মি, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা’র অভিযোগে ভুক্তভোগী’র সংবাদ সম্মেলন! ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন লালপুরের দিয়ার বাহাদুরপুর ও ঈশ্বরর্দীর সাড়াঘাটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কিনছে সরকার দেড় বছরে এত সাফল্য কোনো সরকার করতে পারেনি: প্রেস সচিব গণভোটের ব্যালটে কী ধরনের প্রশ্ন থাকবে, তার খসড়া প্রকাশ সব্জি কাটার কাঠের বোর্ডটি পরিষ্কার করার সময় ৫ জিনিস ভুলেও ব্যবহার করবেন না রান্নার একটি ভুলেই ঝুঁকি বাড়ছে ক্যানসারের! লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে ডাচরা রাখাইনে আরাকান আর্মির হামলায় ৩০ জান্তা সেনা নিহত অক্টোবরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ: বিআরটিএ

রাণীনগরে রেলের উঁচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:২১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:২১:০৬ অপরাহ্ন
রাণীনগরে রেলের উঁচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা রাণীনগরে রেলের উঁচু-নিচু রাস্তায় ঘটছে দুর্ঘটনা
নওগাঁর রাণীনগরে রেলগেটের উঁচু-নিচু রেলের রাস্তায় প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। এক বছর পার হলেও বরাদ্দ নেই এমন অজুহাতে সময় পার করছে রেল কর্তৃপক্ষ। আর অন্যদিকে প্রতিদিনই দুর্ঘটনায় পড়ে অসুস্থ্য হয়ে পড়ছেন পথচারীরা। দ্রুত রেলের মাঝের উঁচু-নিচু রাস্তাটি সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়সহ পথচারী।

স্থানীয় ভ্যানচালক মো: মেহেদী জানান, প্রায় এক বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাঁকা অংশ তুলে ফেলে সংশ্লিষ্টরা। এরপর থেকে যে উঁচু-নিচু অংশের তৈরি হয়েছে তাতে প্রতিনিয়তই ছোট ছোট যানবাহন যাত্রীসহ উল্টে যাচ্ছে। আবার অনেক রোগীরা এই রেলগেট পার হওয়ার সময় উঁচু-নিচু অংশের ঝাকুনি খেয়ে আরো অসুস্থ্য হয়ে পড়ছে। এছাড়া যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনের ক্ষতি হচ্ছেই। আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুত্বর আহতও হচ্ছেন। দ্রুত এই উঁচু-নিচু অংশ সমান করে দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে এই চালক।

সিমবা গ্রামের অটোচার্জার ভ্যান চালক রুহুল আমীন বলেন, রেলগেটের উভয় পাশের সড়ক ভালো হলেও রেলগেটের রেলের অংশটি দীর্ঘদিন যাবত পাঁকা তুলে উঁচু-নিচু করে রাখা হয়েছে। এই সামান্য অংশটুকু পারাপার হওয়ার কারণে গাড়ির যানবাহনের যন্ত্রাংশ হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে দিনের বেলায় ২০টির বেশি ট্রেন চলাচলের সময় যখন যানজটের সৃষ্টি হয় তখন ভিড়ের মাঝে এই উঁচু-নিচু অংশ পার হতে যানবাহনের সঙ্গে পথচারীদের ধাক্কা লাগে। এতে করে মানুষের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে যানবাহনেরও চরম ক্ষতি হচ্ছে। তাই দ্রুত এই সামান্য অংশ সমান করে দেওয়ার বিশেষ অনুরোধ জানান শ্রমজীবী এই মানুষটি।

আবাদপুকুর এলাকার বাসিন্দা পথচারী আলম হোসেন জানান, রাণীনগর রেলগেট অনুমোদিত একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ জায়গা। এই রেলগেট পার হয়ে উপজেলার পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিনই উপজেলা সদর, নওগাঁ শহরসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে থাকেন। রেলগেটে নতুন ভোগান্তি হিসেবে যুক্ত হয়েছে উঁচু-নিচু রাস্তা। তাই দ্রুত রেলের উঁচু-নিচু রাস্তাটি সমান করার কোন বিকল্প নেই।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, ট্রেন যাওয়ার পর ঘন্টার পর ঘন্টা যানজটের সৃষ্টি হয় এই সরু রেলগেটে। তার উপর আবার সংস্কার কাজের সময় সড়কে রেলের অংশের পাঁকা তোলার কারণে যে উঁচু-নিচু অংশের সৃষ্টি হয়েছে। সেই সামান্য অংশ চলাচলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে প্রতিদিনই বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা এসে অভিযোগ দিয়ে যাচ্ছে। বিষয়টি লিখিতভাবে রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার জানানো হয়েছে।

সান্তাহার রেলওয়ের উর্ধ্বতন উপসহকারি প্রকৌশলী (কার্য) মো: আব্দুর রহমান মুঠোফোনে জানান রাণীনগরের রেলগেটের উচু-নিচু অংশের নতুন করে পাঁকাকরনের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই উচু-নিচু অংশ সমান করে দেওয়া হবে।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: রাশেদুল হক রাসেল জানান সড়কটি সড়ক বিভাগের হলেও রেলগেট অংশটি রেল কর্তৃপক্ষের যার কারণে চাইলেই সড়ক বিভাগ ওই উচু-নিচু অংশ সমান করে দিতে পারে না। বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি রেল অনুমতি প্রদান করে তাহলে পথচারীদের ভোগান্তি লাঘব করতে দ্রুতই সড়ক বিভাগ ওই সামান্য অংশটি নতুন করে পাঁকাকরণ করে দিতে প্রস্তুত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন