ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালিতে সেনাবাহিনীর হামলায় ৩১ গ্রামবাসী নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মৃত্যু ‘ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন’ ইমান ভঙ্গের ৫ কারণ পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই বাংলাদেশি ৬ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি ভিটামিনের 'ঘাটতি'র উপসর্গ! চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া ডেকে আনছে এইসব সমস্যা বাড়ির খাবার খাচ্ছেন, মদ্যপান করেন না, তার পরেও কোলেস্টেরল বাড়ছে, আসল কারণ কী? বুলিমিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ! কী এই রোগ? উপসর্গই বা কী? কাঁচা খাবারেই যত সমস্যা! বেজিঙের হুমকির জেরে তৎপর হল টোকিয়ো, চিনে থাকা জাপানের নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা পায়েলের কাছে যৌন সুবিধার দাবি, টলিউডের নামী প্রযোজকের! তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন ফুটবলাররা অস্ত্রোপচারের মাধ্যমে নকল স্তন সরিয়েছেন শার্লিন, এ বার কোন ভুলের কথা জানালেন তিনি? ‘ও মৃদু বাতাসের মতো’, তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সত্যিই ফাতিমাকে মন দিয়েছেন বিজয়? সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলল বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড মিথিলার স্বপ্ন আজ আপনার হাতে, ভোটের শেষ দিন আজ বিশ্বে ক্ষুধার্তদের খাবার সরবরাহে ১৩ বিলিয়ন ডলার ঘাটতি: জাতিসংঘ

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:০১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:০১:৪৪ অপরাহ্ন
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি
বলিউডের কতিপয় তারকার বিরুদ্ধে মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে মুম্বাই পুলিশ। যেখানে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। 

সম্প্রতি নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে কথা বললেন মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী। 

স্ট্যাটাসে নোরা ফাতেহি লিখেছেন, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। 

তিনি বলেন, আমি পাগলের মতো কাজ করি— ব্যক্তিগতজীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি। 

অভিনেত্রী বলেন, তার জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।

নোরা ফাতেহি বলেন, গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে, আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে— নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

এদিকে গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন সুহেল। তার জবানবন্দিতে কিছু তারকার নাম উঠে আসে। ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার