ঢাকা , বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ , ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? পুতিনের বিরুদ্ধে কূটনৈতিক সংঘাতের রাস্তায় নামল পোল্যান্ড চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির তৃণমূলে হৃদয়ে রক্তক্ষরণ রাতে কাটলেন ধান দিনে কাটছেন খর রাণীশংকৈলে জমি দখলের অভিনব কৌশল রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে: নারীর কারাদণ্ড, কাজির জেল ও লাইসেন্স বাতিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা জাল সনদে চাকরি ও প্রতারণার দায়ে প্রধান শিক্ষককে কারাদণ্ড সখীপুরে মেয়েকে হত্যার পর মায়ের আত্মহনন প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান রাণীনগরে চোলায় মদসহ মাদক কারবারি আটক -২ কেশরহাট পৌরসভায় কমিউনিটি অ্যাকশন প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন প্রশিক্ষণ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন পুঠিয়ায় বিপুল পরিমান ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী মাহিন গ্রেফতার

শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল?

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৪৯ অপরাহ্ন
শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল? শরীরের জন্য প্রোটিন জরুরি, ডিম, মাংস, না পনির কোন খাবারের প্রোটিন শরীর জন্য বেশি ভাল?
শরীর সচল রাখতে হলে প্রোটিন অপরিহার্য। ওজন কমানোই হোক বা পেশিবহুল শরীর তৈরি প্রোটিন পাতে রাখতেই হবে। ডিম, মুরগির মাংস, পনির তিন খাবারেই প্রোটিন মেলে। তিনটি খাবারই ভারতের নানা প্রান্তে খাওয়ার চলও রয়েছে। কিন্তু প্রোটিনের চাহিদা পূরণে, প্রোটিনের গুণমানে কোন খাবার এগিয়ে থাকবে?

তিন খাবারে প্রোটিনের পরিমাণ প্রতি ১০০ গ্রামে কত?

মুরগির মাংস (বুকের মাংস): প্রায় ২৫-৩০ গ্রাম। ওজন কমাতে চাইলে চামড়া ছাড়া বুকের মাংস বেছে নেওয়া উচিত।

ডিম: প্রায় ১৩-১৪ গ্রাম। অ্যামাইনো অ্যাসিড রয়েছে এতে। উচ্চমানের প্রোটিন মেলে।

পনির: প্রায় ১৮-২০ গ্রাম। নিরামিষভোজীদের জন্য সেরা প্রোটিন। তবে ফ্যাট এবং ক্যালোরির পরিমাণ ডিম ও মুরগির মাংসের চেয়ে বেশি।

কেন জরুরি প্রোটিন?

প্রোটিন ছাড়া শরীরের কোনও কাজই সঠিক ভাবে চলতে পারে না। কোষ তৈরি থেকে সবল পেশিগঠন, হরমোনের কার্যকারিতা ঠিক রাখা, ক্ষতিগ্রস্ত কোষ মেরামতিতে সাহায্য করা, রোগ প্রতিরোধ ক্ষমতা— সব রকম কাজের জন্যই প্রয়োজন প্রোটিনের।

ডিম: একটি সেদ্ধ ডিমে ৫.৫ -৬ গ্রামের মতো (আকার অনুযায়ী) প্রোটিন মেলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এতে শরীরের জন্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে। মেলে ভিটামিন ডি, বি ১২, সেলেনিয়ামের মতো উপাদান, যা পুষ্টিতে সমৃদ্ধ। শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্টও রয়েছে এতে। ডিমের সাদা অংশে দুধের চেয়েও বেশি প্রোটিন মেলে। কুসুমে মেলে অ্যামাইনো অ্যাসিড। ডিম যেমন উপকারী, তেমনই এর মধ্যে থাকা প্রোটিন শরীর ঠিক ভাবে শোষণও করতে পারে।

পনির: নিরামিষভোজীদের জন্য সেরা প্রোটিন-উৎস, ক্যালসিয়াম, ফসফরাস সমৃদ্ধ। কেসিন প্রোটিন থাকার কারণে ধীরে ধীরে হজম হয়। প্রোটিনের পাশাপাশি ফ্যাট এবং ক্যালোরির পরিমাণও এতে বেশি। এতেও রয়েছে অ্যামাইনো অ্যাসিড। বাড়ন্ত বয়সের শিশু, অন্তঃসত্ত্বা মহিলা এবং ওজন বৃদ্ধি করতে যাঁরা চাইছেন, তাঁদের জন্য পনির ভাল। তবে ক্যালোরির হিসাব করলে, ডিম বা ফ্যাট ছড়া মুরগির মাংস বেছে নিতে পারেন।

মুরগির মাংস: মুরগির মাংসে প্রোটিনের পরিমাণ ডিম, পনিরের চেয়েও বেশি। সবচেয়ে বেশি প্রোটিন মেলে বুকের মাংসে। যাঁরা নিয়ম করে শরীরচর্চা করেন, খেলাধুলার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই প্রোটিন জরুরি। মুরগির মাংস প্রায় সকলেই খেতে পারেন। অসুখ থেকে সেরে ওঠার সময়ও মুরগির ঝোল খেতে বলেন চিকিৎসকেরা।

বেছে নেবেন কোনটি?

পনির এবং মাংসের চেয়ে প্রোটিনের মাত্রা কম হলেও ডিম খাওয়া সবচেয়ে ভাল। ডিমের প্রোটিনের গুণমান সবচেয়ে বেশি। কম ক্যালোরিতে বেশি প্রোটিন চাইলে বেছে নেওয়া যায় মুরগির মাংস। দিনভর শক্তির জোগান চাইলে পাতে রাখতে পারেন পনির। তিন খাবারই প্রোটিনের উৎস হিসাবে ভাল। তিনটিই ঘুরিয়ে ফিরিয়ে পাতে রাখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭