নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল - পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
নিহত শিক্ষার্থী শোয়াইব (২০), তিনি নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মুকবুল হোসেন একই জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামে।
আহত শিক্ষার্থীরা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। পথিমধ্যে ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাক(পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়াইবকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল - পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
নিহত শিক্ষার্থী শোয়াইব (২০), তিনি নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মুকবুল হোসেন একই জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা) গ্রামে।
আহত শিক্ষার্থীরা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। পথিমধ্যে ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাক(পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়াইবকে মৃত ঘোষণা করেন।
নিয়ামতপুর থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি :