রাজশাহী নগরীতে নেশাজাতীয় বেরিকফ-সহ মো. আমির চাঁদ (৩৩) নামে এক চিহ্নিত মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল, মোস্তাক আহম্মেদ ও এসআই মিজান। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় বেরিকফ জব্দ করা হয়।
গ্রেপ্তার আমির চাঁদ ওই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী আমির চাঁদ স্বীকার করেছে, বিক্রির উদ্দেশ্যেই মাদকগুলো কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আমির চাঁদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশের পরিদর্শক মো. ইব্রাহিম খলিল, মোস্তাক আহম্মেদ ও এসআই মিজান। এ সময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় নেশাজাতীয় বেরিকফ জব্দ করা হয়।
গ্রেপ্তার আমির চাঁদ ওই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারী আমির চাঁদ স্বীকার করেছে, বিক্রির উদ্দেশ্যেই মাদকগুলো কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আমির চাঁদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদিন সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইব্রাহীম হোসেন সম্রাট