নবীকে নিয়ে কটূক্তি এবং ধর্মীয় উস্কানিমূলক বিতর্কিত মন্তব্যের অভিযোগে শর্মিষ্ঠা পানোলিকে (২২) গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি, তিনি আনন্দপুরের বাসিন্দা এবং পুণের সিমবায়োসিস ‘ল’ স্কুল থেকে বিবিএ এলএলবি করছেন।
অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একাধিক ভিডিয়ো করেন শর্মিষ্ঠা। তা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। পাকিস্তানকে নিশানা করতে গিয়ে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। শর্মিষ্ঠার ভিডিও দেখে ক্ষেপে ওঠে মুসলমান সমাজ। দায়ের হয় লিখিত অভিযোগ।
১৫ মে কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬-এর ১-এর এ, ২৯৯, ৩৫২, ৩৫৩-এর ১-এর ৩ ধারায় রুজু হয় মামলা। আইনি নোটিস পাঠাতে গিয়ে পুলিশ দেখে শর্মিষ্ঠা এবং তাঁর পরিবার আনন্দপুরে নেই। এরপর তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। কলকাতা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবার গ্রেফতারের পর শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন আলিপুর আদালতে পেশ করা হলে শর্মিষ্ঠা পানোলির ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
গ্রেফতার শর্মিষ্ঠা পানোলি, তিনি আনন্দপুরের বাসিন্দা এবং পুণের সিমবায়োসিস ‘ল’ স্কুল থেকে বিবিএ এলএলবি করছেন।
অপারেশন সিঁদুর নিয়ে ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেলে একাধিক ভিডিয়ো করেন শর্মিষ্ঠা। তা সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। পাকিস্তানকে নিশানা করতে গিয়ে ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। শর্মিষ্ঠার ভিডিও দেখে ক্ষেপে ওঠে মুসলমান সমাজ। দায়ের হয় লিখিত অভিযোগ।
১৫ মে কলকাতার গার্ডেনরিচ থানায় শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬-এর ১-এর এ, ২৯৯, ৩৫২, ৩৫৩-এর ১-এর ৩ ধারায় রুজু হয় মামলা। আইনি নোটিস পাঠাতে গিয়ে পুলিশ দেখে শর্মিষ্ঠা এবং তাঁর পরিবার আনন্দপুরে নেই। এরপর তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। কলকাতা থেকে দেড় হাজার কিলোমিটার দূরে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবার গ্রেফতারের পর শনিবার তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এ দিন আলিপুর আদালতে পেশ করা হলে শর্মিষ্ঠা পানোলির ১৩ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।