রাজশাহী নগরীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন মিডেলচর এলাকায় মাদক পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে মাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঝাউ বনের ভেতরে সন্দেহভাজন ব্যক্তি আটক করতে ধাওয়া দেওয়া হয়। এ সময় সে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগ তল্লাশি করে ভারতীয় মদ ৩১ বোতল ও Broncof-C সিরাপ ১৩ বোতল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও সিরাপ রাজপাড়া থানায় জমা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত ১৩ ডিসেম্বর রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন মিডেলচর এলাকায় মাদক পাচার করা হবে। তথ্যের ভিত্তিতে মাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় ঝাউ বনের ভেতরে সন্দেহভাজন ব্যক্তি আটক করতে ধাওয়া দেওয়া হয়। এ সময় সে হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ব্যাগ তল্লাশি করে ভারতীয় মদ ৩১ বোতল ও Broncof-C সিরাপ ১৩ বোতল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও সিরাপ রাজপাড়া থানায় জমা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মোঃ মাসুদ রানা রাব্বানী :