ময়মনসিংহে ভাড়া করা একটি প্রাইভেটকারে ত্রিশাল যাচ্ছিলেন এক প্রেমিক ও প্রেমিকা। পথে চা খাওয়ার কথা বলে গাড়ি থেকে নামেন প্রেমিক। তবে গাড়িতে ঘুমাচ্ছিলেন প্রেমিকা। এই সুযোগে ড্রাইভার মোবাইল আনার কথা বলে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং তরুণীকে অপহরণ করে ধর্ষণ করেন।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশের প্রতিটি থানার টহল দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সাহায্যে শহরের আকুয়া, হাজিবাড়ি, ফুলবাড়িয়া সড়কের একটি গ্যারেজ থেকে ১৮ বছর বয়সী তরুণীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত গাড়ির চালক মনির (৪৫) কে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ভুক্তভোগী প্রাথমিকভাবে ধর্ষণের শিকার হওয়ার তথ্য দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলের ভিত্তিতে ময়মনসিংহ পুলিশের প্রতিটি থানার টহল দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। গোয়েন্দা ও তথ্যপ্রযুক্তির সাহায্যে শহরের আকুয়া, হাজিবাড়ি, ফুলবাড়িয়া সড়কের একটি গ্যারেজ থেকে ১৮ বছর বয়সী তরুণীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত গাড়ির চালক মনির (৪৫) কে গ্রেফতার করা হয়েছে এবং অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
ভুক্তভোগী প্রাথমিকভাবে ধর্ষণের শিকার হওয়ার তথ্য দিয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি :