কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক থেকে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, উত্তর কলম্বিয়ার এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজাকে সংযোগকারী সড়কে ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষের উদ্যাপন ও শিক্ষা সফরের অংশ হিসেবে সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল। দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভর্নর আন্দ্রেস জুলিয়ান ঘটনাটিকে ডিসেম্বরের এই সময়ে কমিউনিটির জন্য অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy
কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
- আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৫৩:২৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:৫৩:২৩ অপরাহ্ন
কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্তজার্তিক ডেস্ক