বলিউড অভিনেত্রী সারা আলি খান বর্তমানে তাঁর আসন্ন ছবি 'মেট্রো ইন দিনো' সূত্রে খবরের শিরোনামে। সম্প্রতি ছবির পুরো টিম মেট্রোর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সারা ছাড়াও আদিত্য রায় কাপুর, নীনা গুপ্তা, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠি এবং পরিচালক অনুরাগ বসুও উপস্থিত ছিলেন। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সারাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, যা শুনে তার প্রতিক্রিয়া দেখার মতো ছিল। কিন্তু এই প্রশ্নে তিনি তাঁর বাবা সইফ আলি খান এবং সৎ মা করিনা কাপুর খানের নাম নিয়েছিলেন।
সারার প্রিয় বিবাহিত দম্পতি কে?
৪ জুন, মুম্বইয়ে 'মেট্রো ইন দিনো' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, একজন সাংবাদিক সারা আলি খানকে জিজ্ঞাসা করেছিলেন, 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কে, যাঁরা বিবাহিত এবং সফল। এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এর পরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। তার মানে সইফ এবং করিনা বলিউডে সারার প্রিয় বিবাহিত দম্পতি।
সারা আলি খানের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাঁর এই উত্তর শুনে নেটিজেনরা নানা মন্তব্য করেন। সারার উত্তরের জন্য তাঁকে কটাক্ষও করেন অনেকে। একজন ব্যবহারকারী এতে মন্তব্য করে লেখেন, 'এই প্রশ্নটি বোঝা কতটা কঠিন ছিল?' অন্য একজন লিখেছেন, 'এই প্রশ্নের উত্তর দিতে ওঁর এত সময় লাগল কেন..?' একজন লিখেছেন, 'চলো, মিথ্যাবাদী।' একজন বললেন, ‘বাবা, বাড়ি যাও, তোমার মা তোমাকে ওয়েলকাম করবে।’
সারার প্রিয় বিবাহিত দম্পতি কে?
৪ জুন, মুম্বইয়ে 'মেট্রো ইন দিনো' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, একজন সাংবাদিক সারা আলি খানকে জিজ্ঞাসা করেছিলেন, 'বলিউডে তাঁর প্রিয় দম্পতি কে, যাঁরা বিবাহিত এবং সফল। এই প্রশ্ন শুনে, সারা প্রথমে এমন ভাবে প্রতিক্রিয়া জানালেন যে তিনি কিছুই বুঝতে পারলেন না। এর পরে, যখন সারা বুঝতে পারলেন, তিনি বললেন- 'আমার বাবা এবং করিনা'। তার মানে সইফ এবং করিনা বলিউডে সারার প্রিয় বিবাহিত দম্পতি।
সারা আলি খানের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাঁর এই উত্তর শুনে নেটিজেনরা নানা মন্তব্য করেন। সারার উত্তরের জন্য তাঁকে কটাক্ষও করেন অনেকে। একজন ব্যবহারকারী এতে মন্তব্য করে লেখেন, 'এই প্রশ্নটি বোঝা কতটা কঠিন ছিল?' অন্য একজন লিখেছেন, 'এই প্রশ্নের উত্তর দিতে ওঁর এত সময় লাগল কেন..?' একজন লিখেছেন, 'চলো, মিথ্যাবাদী।' একজন বললেন, ‘বাবা, বাড়ি যাও, তোমার মা তোমাকে ওয়েলকাম করবে।’